Tuesday, November 11, 2025

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ২ মার্চ বিদ্যাসাগর সেতুতে কয়েক ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে। কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কারণে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়া যেতে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করা যাবে না।

রবিবার এমনিতে ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকে। সেই কারণেই এই দিনটিকে সেতু মেরামতির কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। মফস্বল থেকে কলকাতায় যেতে বিকল্প রুট হিসেবে পণ্যবাহী সমস্ত যান হাওড়া ব্রিজ, বালি ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে। এনএইচ ১৬ বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি যেগুলো কলকাতায় যাওয়ার জন্য দ্বিতীয় হুগলির সাথে ব্যবহার করে তারা ধুলাগড়-নিবরা-সলপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারবে। ডানকুনি থেকে কলকাতা যেতে হলেও নিবেদিতা সেতুই ধরতে হবে।

হাওড়া ট্র্যাফিক গার্ডের তরফে জানানো হয়েছে পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী সব গাড়ি হ্যাং সাং ক্রসিং- কোনা এক্সপ্রেসওয়ে- এন এইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- সাইলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬ – পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড বা ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতপাড়া রুট দিয়ে যাতায়াত করতে পারবে।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version