আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়। ভারতীয় দলের মূল শক্তি ব্যাটিং। কারণ
উপরের দিকে হরমনপ্রীত থেকে স্মৃতি মান্ধানা যেমন আছেন তেমনই মিডল অর্ডারও শক্তিশালী । মহিলাদের এক দিনের মহিলা ক্রিকেটে এক নম্বর ব্যাটার স্মৃতি, সেমিফাইনালে রান পাননি। ফলে ফাইনালে জ্বলে উঠতে চাইবেন। বিশ্বকাপে ফর্মে আছেন ওপেনার। আটটি ম্যাচে করেছেন ৩৮৯ রান। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন।
সেমিফাইনালে জ্বলে উঠছেন হরমনপ্রীত। জেমাইমা রদ্রিগেজ ভারতীয় ব্যাটিং এর মূল শক্তি । দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো আগ্রাসী ব্যাটার নামেন পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে। পাশাপাশি আছেন আমনজ্যোৎ কৌরের মতো ব্যাটিং অলরাউন্ডার।
শুধু ব্যাটিং নয় ভারতীয় দলের আর এক শক্তির জায়গা স্পিন বোলিং। রাধা যাদব, দীপ্তি, স্নেহ রানা এবং শ্রী চরণির মতো স্পিনার রয়েছেন। বিশ্বকাপে ভারতীয় স্পিনাররা ভালো ছন্দে আছেন। দীপ্তি ১৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় যুগ্ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
তবে ফাইনাল জিততে হলে ভারতকে ফিল্ডিং বিভাগে উন্নতি করতে হবে।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী। উলভার্টদের দল, প্রথম থেকেই দ্রুতগতিতে রান তুলতে পারেন ।প্রোটিয়া ব্যাটারেরা আবার জোরে বোলিংয়ের বিরুদ্ধে সকলেই স্বচ্ছন্দ।
দক্ষিণ আফ্রিকা দলের ফিল্ডিংও বেশ ভাল। প্রতি ম্যাচে অন্তত ২৫-৩০ রান বাঁচিয়ে দিয়ে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন । ক্যাচ ধরার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারেরা বিশ্বের অন্যতম সেরা।
–
–
–