ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যস্ত। এসবের মাঝেই খুন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ যার মধ্যে রয়েছেন মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং (Amant Singh) । রবিবার সকালে তাঁর গ্রেফতারির কথা প্রকাশে এসেছে। অনন্তর সঙ্গেই গ্রেফতার মণিকান্ত ঠাকুর (Manikant Thakur) এবং রঞ্জিত রাম (Ranjit Ram)।

মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন একসময়ের লালু ঘনিষ্ট দুলার। আরজেডির সক্রিয় কর্মী মৃত্যুতে রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। বৃহস্পতিবার অনন্ত সিং দাবি করেন, দুই গোষ্ঠীর ঝামেলায় জড়িয়ে দুলারচাঁদ যাদবের মৃত্যু হয়েছে। তাঁকে ‘অকারণে ফাঁসানো হচ্ছে’ বলেও দাবি করেছিলেন। ঘটনার দিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে গুলি লেগে মৃত্যু হয় দুলারের। অভিযুক্তদের গ্রেফতারি প্রসঙ্গে পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মোকামার জেডিইউ প্রার্থী এবং বর্তমান বিধায়ক নীলম দেবীর স্বামী অনন্ত সিং-এর সঙ্গেই মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রামকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

–

–

–

–

–

–

–

–


