রবিবার রাতে মুম্বইয়ে প্রথমবার বিশ্বকাপ( ICC Women’s World Cup 2025) জিতেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi) ।
সরকারিভাবে ঘোষণা না হলেও বুধবার নয়াদিল্লিতে বিশ্বকাপজয়ী মহিলা দলের ক্রিকেটার , সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। কাপ জয়ের পরই মেয়েদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মোদি। সোমবার এক অনুষ্ঠানে আবারও ভারতের বিশ্বকাপ জয়ের কথা তুলে ধরেন তিনি।
বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে মোদি লিখেছিলেন, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে তাদের পারফর্মেন্স ছিল অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাস ভরা। গোটা টুর্নামেন্ট জুড়েই দলটি ব্যতিক্রমী দলগত দক্ষতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অসংখ্য অভিনন্দন। এই ঐতিহাসিক জয় খেলার প্রতি মনোনিবেশে অনুপ্রাণিত করবে ভবিষ্যতের চ্যাম্পিয়নদের।
স্মৃতি রিচাদের জন্য বিশেষ সংবর্ধনা আয়োজন করা হতে পারে বিসিসিআই। তবে রোহিতদের মতো হুডখোলা বাসে চাপিয়ে স্টেডিয়াম পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। আগামী ৭ নভেম্বরের পর বিশ্বজয়ী মহিলা টিমকে সংবর্ধনা দিতে পারে বিসিসিআই। কোথায় এই অনুষ্ঠান হবে তাও এখনও চূড়ান্ত হয়নি।দলের খেলোয়াড় থেকে কোচ, সাপোর্ট স্টাফ-সহ পুরো স্কোয়াডের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
এদিকে রিচা ঘোষকে মেগা সংবর্ধনা দেওয়ার ভাবনা রয়েছে সিএবিরও। সভাপতি সৌরভ বিদেশে আছেন তিনি ফিরলেই গোটা পরিকল্পনা হবে।
–
–
–
–
