Wednesday, November 5, 2025

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

Date:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের তিনটি জেলায় পরিদর্শন করবেন কমিশনের প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে এই পরিদর্শক দলে থাকছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস. বি. জোসি, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়াল। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

সূত্রের খবর, টিমটি প্রথমে কুচবিহার, তারপর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পরিদর্শনে যাবেন। তাঁদের মূল লক্ষ্য হবে বুথ লেভেল অফিসারদের (BLO) কাজের মান এবং সংশোধনী প্রক্রিয়ার সামগ্রিক গুণমান খতিয়ে দেখা।

এরই মধ্যে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭৬ লক্ষ ৬৩ হাজার ৭৫২ জন ভোটারের তথ্য সংযোজন বা সংশোধনের জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ফর্ম বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ২৪ লক্ষ ৫৭ হাজার ১১৪ জন ভোটারের মানচিত্রভিত্তিক তথ্য ম্যাপিং সম্পূর্ণ হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৩২.০৬ শতাংশ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনগুলিকে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলির তরফে ইতিমধ্যেই ৪১ হাজার ৮০০ জন বুথ লেভেল এজেন্ট মনোনীত করে কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশনের আশা, তাঁদের সহযোগিতায় প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর থেকে নতুন ভোটার নাম সংযোজন শুরু হবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে সমগ্র সংশোধনী প্রক্রিয়া শেষ করার নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version