Thursday, November 13, 2025

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

Date:

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের নাম মোস্তাফা মিস্ত্রি। শরীরে একাধিক চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এছাড়া বাংলায় কথা বলার জন্য এই ঘটনা ঘটতে পারে বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। মঙ্গলবার সন্দেশখালির (Sandeshkhali) বাড়িতে মৃতদেহ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের পাশে রয়েছে তৃণমূল (TMC)।

বসিরহাটের সন্দেশখালি (Sandeshkhali) থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোস্তাফা মিস্ত্রি (১৮) গত ৬ মাস আগে মুম্বইতে কাজে গিয়েছিলেন। পরিবার জানিয়েছে, গত ১০ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তার মধ্যেই ছেলের মৃত্যুর খবর পায় পরিবার। ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃতদেহ সন্দেশখালি পৌঁছনোর পর পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন সেখানে।

একদিকে যখন SIR লাগু হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যেই বাঙালি শ্রমিকদের মৃতদেহ ভিন রাজ্য পাওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বাঙালিদের মনে। সন্দেশখালি দু’নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, “এরা আগেও সন্দেশখালিতে একজন পরিচয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বসিরহাট মহকুমায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নতুন করে এই একজনের মৃত্যু রীতিমতো আতঙ্কিত আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পরিযায়ী শ্রমিকদের পাশে সবসময় থাকেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা মৃতের পরিবারের পাশে সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আর্থিক সাহায্য ছাড়াও তাদের পাশে সরকার আছে। সরকারিভাবে সবরকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরিবারের পাশে আমরা সবসময় থাকবো।”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version