Thursday, November 13, 2025

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

Date:

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে প্রকাশ করায় কৌস্তভ বাগচীর বিরুদ্ধে সমন জারি করেছিল নিম্ন আদালত। গত শুক্রবার ওই সমন (warrant) খারিজের আবেদন করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন কৌস্তভ (Kaustav Bagchi)। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়।

একটি বিতর্কিত বই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকথায় সামিল হন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী। ২০১৫ সালে মুখ্যমন্ত্রীকে (chief minister) নিয়ে প্রকাশিত একটি বই নিয়ে কুকথা বলেন কৌস্তভ। বইয়ের বিতর্কিত অংশ কৌস্তভ অনলাইনে প্রকাশ করেন। শুধু তাই-ই নয়, এসম্পর্কে ব্যক্তিগত স্তরে কুৎসা করেন। নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে।

আরও পড়ুন: ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হন কৌস্তভ। কৌস্তভের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে নিম্ন আদালতের সরকারি আইনজীবীর আবেদন জানানোর কোনো এক্তিয়ার নেই। সেই মামলার শুনানিতে কৌস্তভের (Kaustav Bagchi) যুক্তি খারিজ করে দেন বিচারপতি সিনহা রায়। আদালতের মতে, মুখ্যমন্ত্রীর নিজের চেম্বারের উপস্থিতিতেই ধরে নেওয়া হয় যে তিনি সরকারি দায়িত্ব পালন করছেন। এই তথ্যের অন্যথা যদিও ধরতে হয়, তবে সেটি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর যিনি এমন দাবি করেন। আদালত জানায়, মুখ্যমন্ত্রীর চেম্বারে যে কোনও ব্যক্তির সঙ্গে যে কোনও বৈঠককে সরকারি বৈঠক বলে ধরা যেতে পারে। তার ভিত্তিতে প্রকাশিত কথা আইনানুগ অপরাধ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version