Sunday, November 16, 2025

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

Date:

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এ বার থেকে বিচার দফতরের সচিব কোনও নতুন প্রকল্পে সর্বাধিক ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় অনুমোদন করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ৫০ লক্ষ টাকা।

তবে এই ব্যয় কার্যকর করার আগে সংশ্লিষ্ট দফতরের আর্থিক উপদেষ্টার অনুমোদন অপরিহার্য করা হয়েছে। অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের আগে আর্থিক দিক থেকে সব কিছু খতিয়ে দেখার প্রক্রিয়াকে আরও জোরদার করল সরকার। নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ৭৫ লক্ষ টাকার বেশি ব্যয়ের ক্ষেত্রে আগের মতোই অর্থ দফতরের বিশেষ অনুমোদন লাগবে। ফলে বড় প্রকল্পগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আগের নিয়মেই চলবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে বিভিন্ন দফতরের নতুন প্রকল্পে সরাসরি খরচ করার ক্ষমতা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দফতর। সেই নির্দেশে পূর্ত, সেচ, পিএইচই এবং পুর ও নগরোন্নয়ন দফতরের ব্যয়ের সীমা যেখানে ৩ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল, সেখানে বিচার বিভাগ-সহ কয়েকটি দফতরের ক্ষেত্রে সীমা ৫০ লক্ষ টাকাই রাখা হয়েছিল। সেই সীমাই এ বার সংশোধন করে ৭৫ লক্ষ টাকা করা হল। প্রশাসনিক মহলের একাংশের মতে, আদালত ভবন আধুনিকীকরণ, আদালত চত্বরের পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ সহ একাধিক কাজ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে। দলিলপত্র প্রক্রিয়াজাতকরণ এবং মামলা নিষ্পত্তিতেও ত্বরান্বিত হবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন – ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version