গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum) পাইকর এলাকায়। ধৃত সাবির হোসেনকে দফায় দফায় জেরা করছে পুলিশ (Police)। অভিযোগ, ধর্ষণের কথা জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে নির্যাতিতার মোবাইল ফোন চুরির অভিযোগের যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

নির্যাতিতার অভিযোগ, দিন কয়েক আগে তাঁর একটি মোবাইল ফোন চুরি হয়। স্থানীয় পাইকর থানায় অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, এই ঘটনাতেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) সাবির। এই অভিযোগের পরেই মঙ্গলবার গভীর রাতে নির্যাতিতার বাড়িতে যায় অভিযুক্ত। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়। মহিলা রাজি না হওয়ায়, অভিযুক্তর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। সেই সময়েই ওই মহিলাকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পাইকর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তর দ্রুত শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

–

–

–

–

–

–


