Saturday, November 15, 2025

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

Date:

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি মোটরগাড়ি-সংক্রান্ত পরিষেবা এবার থেকে সম্পূর্ণ অনলাইন ও ফেসলেস পদ্ধতায় পাওয়া যাবে। আবেদন থেকে নথি যাচাই—সবই হবে আধার সংযুক্ত পরিচয় যাচাইয়ের মাধ্যমে।

এই উপলক্ষে রাজ্যের বাহন ও সারথি পোর্টাল আপগ্রেড করার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে (এনআইসি)। পরিবহন সচিব সৌমিত্র মোহন এনআইসি-কে তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছেন।

গত ১৪ অক্টোবর পরিবহন দফতর ও এনআইসি-র শীর্ষ আধিকারিকদের বৈঠকে এই নতুন পরিষেবা চালুর রূপরেখা আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, নাগরিকদের লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবীকরণ, প্রতিলিপি ইস্যু, নাম বা ঠিকানা পরিবর্তন, ছবি বা বায়োমেট্রিক সংশোধন—সবই করা যাবে বাড়িতে বসেই। এছাড়াও কনডাক্টর লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, পারমিট সংক্রান্ত পরিষেবা এবং আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যুও আসছে এই তালিকায়।

তবে পরিষেবার ধরন অনুযায়ী শর্তও থাকছে। যেমন, ড্রাইভিং লাইসেন্স নবীকরণ বা ঠিকানা পরিবর্তনের জন্য নির্দিষ্ট অতিরিক্ত নথি অনলাইনে আপলোড করতেই হবে। নামের শুধুমাত্র ক্ষুদ্র বানান সংশোধনের ক্ষেত্রেই আধারের তথ্য ব্যবহার করে পরিবর্তন সম্ভব হবে। আধার ও লাইসেন্সের তথ্যের মধ্যে অসঙ্গতি প্রমাণিত হলে আবেদন বাতিল হবে। রেজিস্ট্রেশনের এনওসি, গাড়ির মালিকানা হস্তান্তর ও নির্দিষ্ট পারমিট সংক্রান্ত আবেদনের ক্ষেত্রেও সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবহন দফতরের এক আধিকারিক বলেন, “এই উদ্যোগে পরিষেবা আরও দ্রুত হবে। নাগরিকদের অফিসে বারবার যেতে হবে না। সময় এবং খরচ—দু’টিই কমবে।” রাজ্য সরকারের প্রত্যাশা, এই ফেসলেস পরিষেবা চালু হলে পরিবহন দফতরের কাজে স্বচ্ছতা ও দক্ষতা দুই-ই বৃদ্ধি পাবে।

আরও পড়ুন – SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version