Friday, January 9, 2026

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

Date:

Share post:

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে এই পদক্ষেপ করছে অভিযোগ তুলে বুধবার ঠাকুরনগরে বীণাপাণি দেবীর ঘরে সামনে অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতাবালা ঠাকুরপন্থীরা (Mamatabala Thakur)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ অবশ্য এই মুহূর্তে সেখানে নেই, তিনি কাজের সূত্রে বাইরে আছেন। তবে তাঁর নির্দেশ মতোই সবটা হচ্ছে বলে জানাচ্ছেন অনশনকারীরা। সেইমতো দুপুর বারোটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (Special Intensive Rivision) নামে ঘুরপথে মানুষকে হয়রান করা এবং এনআরসির চক্রান্তের বিরোধিতায় কলকাতার রাজপথে হেটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মিছিলে মতুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, বেলা ১২টা থেকে শুরু হয়েছে। প্রস্তুতি খুব ভাল। চারিদিকে খুব ভাল সাড়া মিলেছে। প্রায় হাজার লোক জমায়েতের আশা রয়েছে। যত সময় গড়াচ্ছে সংখ্যাটা বাড়বে। আন্দোলনে অংশগ্রহণকারী এক মতুয়া ব্যক্তি বলেন, “এসআইআর আমাদের কাছে ডকুমেন্ট চাইবে। আমরা কী ডকুমেন্ট দেব ? আমরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে লম্ফ জ্বালিয়ে এসেছি। আমাদের ডকুমেন্ট আছে আধার কার্ড। এখন কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ডে কাজ হবে না। আমাদের কাছে আর কী ডকুমেন্টে আছে ?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এর মিছিল থেকে অভিযোগ, মতুয়াদের কাছে ক্যাম্প করে দু’নম্বরি করে টাকা নেওয়া হচ্ছে। এই আগুনে দাঁড়িয়ে এস আই আর এর বিরুদ্ধে গর্জে উঠেছেন মতুয়া মহাসঙ্ঘের একাংশ। অনশন-ধরনার পাশাপাশি চলছে স্লোগানও।

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...