Thursday, November 13, 2025

‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষ

Date:

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)। মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কফ সিরাপ পাচার হচ্ছে বুঝতে পেরে এলাকার মানুষ পুলিশকে খবর দিলে ঘটনার তলে একইসঙ্গে পুলিশের পাশাপাশি বিএসএফও পৌঁছে যায়। সীমান্তরক্ষী বাহিনী দাবি করে সিরাপগুলি তাদের হেফাজতে দিতে হবে, কারণ তারা আগে থেকেই এই বিষয়ে তথ্য পেয়েছিল। কিন্তু আইন অনুযায়ী কৃষ্ণনগর জেলা পুলিশ (Krishnanagar Police District) হস্তান্তরে রাজি হয়নি। এই নিয়ে গোলমাল শুরু হয় যার রীতিমতো সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়। অন্তত তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পুলিশ এক বিএসএফ কর্মীকে আটক করে।

BSF-এর দাবি, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, চাপড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছিল। তাই তারা অভিযান চালায়। অন্যদিকে, পুলিশের বক্তব্য, আইনি প্রক্রিয়া মেনে নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছিল, এরপর বিএসএফ বেআইনিভাবে সেগুলি নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। এই বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন। গোটা বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেখান থেকেই ঘটনা এতদূর গড়িয়েছে । আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version