Thursday, November 13, 2025

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

Date:

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটির জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত।

সোমবার মধ্যরাতের ঠিক আগে টাইফুন কালমেগি ফিলিপিন্সের মূল ভূখণ্ডে আঘাত হানে। এটি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস এবং ১৮৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে আসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশ, যেখানে ফ্ল্যাশ ফ্লাডে বহু মানুষ আটকা পড়ে এবং গাড়ি ভেসে যায়।

আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলগুলো থেকে প্রায় ৩,৮৭,০০০ এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিপর্যয় মোকাবিলার আধিকারিকরা জানিয়েছেন, “নিহতদের বেশিরভাগই বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ত্রাণ কার্যক্রমে থাকা একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন সেনা সদস্যের মৃত্যুও এই দুর্যোগের শিকার।”

ফিলিপিন্স ভৌগোলিক কারণে বিশ্বের অন্যতম দুর্যোগ-প্রবণ দেশ। দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা টাইফুন আঘাত হানে। কালমেগি ছিল চলতি বছরের ২০তম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়।
বর্তমানে টাইফুনটি পশ্চিম দিকে সরে সুলু সাগর পার হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে এগোচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পুরোদমে চলছে, যদিও অনেক স্থানে এখনও জলমগ্নতা ও ধ্বংসাবশেষের কারণে পৌঁছানো কঠিন হচ্ছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version