Thursday, January 8, 2026

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

Date:

Share post:

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই শুধু নয় খেলাধুলাতেও নবজাগরণ ঘটিয়েছে হরমনপ্রীত কৌর ব্রিগেড।

কন্যা শুধু এখন শিক্ষার অঙ্গনেই আবদ্ধ নন, খেলার মাঠেও তাঁরা আইকন। শুধু ক্রিকেট নয়, অন্য খেলাতেও সমানভাবে অংশগ্রহণ করুন, শিলিগুড়িতে ফিরেই বার্তা দিলেন রিচা ঘোষ।

শুক্রবার বিশ্বকাপ জিতে শিলিগুড়িতে ফিরে সাংবাদিক সম্মেলনে রিচা বলেন, ‘আগের থেকে ছবিটা এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে। অনেক পরিবারই মেয়েদের খেলা দেখানোর জন্য মাঠে নিয়ে আসছে। এটা অবশ্যই একটা ভাল দিক। তবে অবশ্যই আরও উন্নতি করতে হবে। আমি চাই শুধুমাত্র ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও মেয়েরা আরও বেশি করে অংশগ্রহণ করুক।’

বিশ্বজয় করে ঘরে ফিরলেন সোনার মেয়ে রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ী ঘরের মেয়েকে বরণ করে নিল শিলিগুড়ি। শুক্রবার বেলায় নিজের শহরে ফিরলেন মহিলা বিশ্বকাপজয়ী দলের অন্যতম বাংলার গর্ব রিচা ঘোষ।

রিচার আগমনকে ঘিরে সেজে উঠে গোটা শিলিগুড়ি।বিমানবন্দর থেকে হুড খোলা গাড়িতে বাড়িতে যান রিচা। ঘরের মেয়েকে একঝলক দেখতে রাস্তার দুইপারে ছিল শুধুই মানুষেক ভিড়। সকাল থেকেই মা শম্পা ঘোষ ব্যস্ত ছিলেন মেয়ের জন্য পদ রাঁধতে। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, পনির, মিক্সড ভেজ। উল্লেখ্য, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়ার কথা রিচাকে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা। বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ি পৌরসভাও।

বিশ্বকাপ জয়ের পর রিচা বলেন, ‘বাড়ি ফেরার পর খুবই ভাল লাগছে। যেভাবে সকলে আমাকে ভালবাসা উজাড় করে দিয়েছে, তা এককথায় অনির্বচনীয়। কীভাবে মনের অভিব্যক্তি আমি মুখের ভাষায় প্রকাশ করব, তা জানি না। তবে সকলের ভালবাসা পেয়ে আমার খুবই ভাল লাগছে।’

সুভাষপল্লীর তাঁর বাড়ি রঙিন আলো ও ব্যানারে সেজে উঠেছে। প্রতিবেশীদের মুখে মুখে উচ্ছ্বাস— “আমাদের পাড়ার মেয়ে আজ সারা দেশের গর্ব!” শিশুরা হাতে ছোট পতাকা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, যেন এক বীরের স্বাগত জানাবে তারা।

শিলিগুড়ির আকাশে তাই শুধু আলোর ঝলক নয়, গর্ব আর ভালোবাসার মিশ্র এক আবেগ— যেটা রিচা ঘোষের মতো এক তরুণীর সাফল্যের গল্পকেও আরও মানবিক করে তোলে।সুভাষপল্লীর বাড়ি যেন উৎসবের আখড়া। গলির মোড়ে ফেস্টুন, ব্যানার, আলো—সবই যেন বলে দিচ্ছে, “আমাদের মেয়ে ফিরে আসছে।” প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা— “রিচা আমাদের গর্ব, আমাদের প্রেরণা।”

বিশ্বকাপ জয়ী ক্রিকেট খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শনিবার সিএবি এর তরফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ কে সংবর্ধনা দেবে সিএবি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএবির তরফে মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার সিএবির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর।

 

 

spot_img

Related articles

তৃণমূল কংগ্রেসের নথি নিতে এসেছে ইডি, প্রতীকের বাড়ির বাইরে ফাইল হাতে বিস্ফোরক মমতা 

আইপ্যাকের (IPAC) কর্ণধারের বাড়িতে তৃণমূলের নথি নিতে এসেছেন ইডি আধিকারিকরা, বৃহস্পতিবার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে বেরিয়ে...

শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে বিধ্বংসী আগুন, একাধিক নথি পুড়ে ছাই! 

বুধবার রাতে শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে অগ্নিকাণ্ড (Fire incident in Siliguri SDO office)। এগারোটা নাগাদ কালো ধোঁয়া দেখতে পেয়ে...

ইটাহারের পর রণসংকল্প যাত্রায় আজ মালদহে জনসভা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের...

গঙ্গাসাগর মেলার সূচনায় আজ আউটরাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পৌষের শীতে কাঁপছে বাংলা, সামনেই মকর সংক্রান্তি। ঠান্ডার দাপট যতই থাকুক না কেন সংক্রান্তির পবিত্র তিথিতে গঙ্গাসাগরে (Gangasagar...