Friday, November 28, 2025

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

Date:

Share post:

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই শুধু নয় খেলাধুলাতেও নবজাগরণ ঘটিয়েছে হরমনপ্রীত কৌর ব্রিগেড।

কন্যা শুধু এখন শিক্ষার অঙ্গনেই আবদ্ধ নন, খেলার মাঠেও তাঁরা আইকন। শুধু ক্রিকেট নয়, অন্য খেলাতেও সমানভাবে অংশগ্রহণ করুন, শিলিগুড়িতে ফিরেই বার্তা দিলেন রিচা ঘোষ।

শুক্রবার বিশ্বকাপ জিতে শিলিগুড়িতে ফিরে সাংবাদিক সম্মেলনে রিচা বলেন, ‘আগের থেকে ছবিটা এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে। অনেক পরিবারই মেয়েদের খেলা দেখানোর জন্য মাঠে নিয়ে আসছে। এটা অবশ্যই একটা ভাল দিক। তবে অবশ্যই আরও উন্নতি করতে হবে। আমি চাই শুধুমাত্র ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও মেয়েরা আরও বেশি করে অংশগ্রহণ করুক।’

বিশ্বজয় করে ঘরে ফিরলেন সোনার মেয়ে রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ী ঘরের মেয়েকে বরণ করে নিল শিলিগুড়ি। শুক্রবার বেলায় নিজের শহরে ফিরলেন মহিলা বিশ্বকাপজয়ী দলের অন্যতম বাংলার গর্ব রিচা ঘোষ।

রিচার আগমনকে ঘিরে সেজে উঠে গোটা শিলিগুড়ি।বিমানবন্দর থেকে হুড খোলা গাড়িতে বাড়িতে যান রিচা। ঘরের মেয়েকে একঝলক দেখতে রাস্তার দুইপারে ছিল শুধুই মানুষেক ভিড়। সকাল থেকেই মা শম্পা ঘোষ ব্যস্ত ছিলেন মেয়ের জন্য পদ রাঁধতে। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, পনির, মিক্সড ভেজ। উল্লেখ্য, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়ার কথা রিচাকে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা। বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ি পৌরসভাও।

বিশ্বকাপ জয়ের পর রিচা বলেন, ‘বাড়ি ফেরার পর খুবই ভাল লাগছে। যেভাবে সকলে আমাকে ভালবাসা উজাড় করে দিয়েছে, তা এককথায় অনির্বচনীয়। কীভাবে মনের অভিব্যক্তি আমি মুখের ভাষায় প্রকাশ করব, তা জানি না। তবে সকলের ভালবাসা পেয়ে আমার খুবই ভাল লাগছে।’

সুভাষপল্লীর তাঁর বাড়ি রঙিন আলো ও ব্যানারে সেজে উঠেছে। প্রতিবেশীদের মুখে মুখে উচ্ছ্বাস— “আমাদের পাড়ার মেয়ে আজ সারা দেশের গর্ব!” শিশুরা হাতে ছোট পতাকা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, যেন এক বীরের স্বাগত জানাবে তারা।

শিলিগুড়ির আকাশে তাই শুধু আলোর ঝলক নয়, গর্ব আর ভালোবাসার মিশ্র এক আবেগ— যেটা রিচা ঘোষের মতো এক তরুণীর সাফল্যের গল্পকেও আরও মানবিক করে তোলে।সুভাষপল্লীর বাড়ি যেন উৎসবের আখড়া। গলির মোড়ে ফেস্টুন, ব্যানার, আলো—সবই যেন বলে দিচ্ছে, “আমাদের মেয়ে ফিরে আসছে।” প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা— “রিচা আমাদের গর্ব, আমাদের প্রেরণা।”

বিশ্বকাপ জয়ী ক্রিকেট খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শনিবার সিএবি এর তরফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ কে সংবর্ধনা দেবে সিএবি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএবির তরফে মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার সিএবির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর।

 

 

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...