২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant Barman)। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ জমা পড়েছে পুলিশের কাছে। এবার সেই ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন রাজু ঢালি (Raju Dhali) ও তুফান থাপা (Tufan Thapa)।
এদের মধ্যে রাজু রাজগঞ্জের বিডিওর কলকাতার গাড়ির চালক। দ্বিতীয়জন অর্থাৎ তুফান থাপা বিডিও প্রশান্তর ঘনিষ্ঠ বন্ধু, পেশায় তিনি উত্তরবঙ্গের ঠিকাদার। ঘটনার সঙ্গে দুজনের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি BDO।
–
–
–
–
–
–
–
–