ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঞ্চে উপস্থিত CAB-র প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। তাঁর দিকে তাকিয়ে মমতা বলেন, ”আমি বড্ড ঠোঁটকাটা। সৌরভের ICC সভাপতি হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে থাকার কথা নয়।”
২০২২-এ সদ্য BCCI সভাপতি পদ ছেড়েছেন সৌরভ, সেই বছরই তাঁর ICC-র প্রেসিডেন্ট পদে বসার উজ্জ্বল সম্ভাবনা ছিল। মুখ্যমন্ত্রী নিজেও কেন্দ্রীয় সরকারকে সৌরভকে আইসিসিতে পাঠানোর অনুরোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত সেবার আইসিসির নির্বাচনে অংশ নেয়নি বিসিসিআই। সম্মতি না মেলায় আইসিসি-র চেয়ারম্যান পদে লড়তেই পারেননি বাংলার দাদা। তাঁর জায়গায় আইসিসির চেয়ারম্যান হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ছেলে জয় শাহ (Jay Shah)।
এদিন কারও নাম না করে মুখ্যমন্ত্রীব বলেন, “আমাদের বন্ধু আছে, শত্রুও আছে। সৌরভ দুঃখ পাবে। ও ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল। আমি বড্ড ঠোঁটকাটা। সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে থাকার কথা নয়।”
নাম না করলেও মমতা ICC-র সভাপতি জয় শাহকেই নিশানা করেছেন বলে মত রাজনৈতিক মহলের। তবে, মুখ্যমন্ত্রী নিশ্চিত আগামীতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসবেনই মহারাজ।
–
–
–
–
–
–