বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির মেয়ে এবার নিজের রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) তরফে সংবর্ধনা পেতে চলেছেন। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোনার ব্যাট ও বল ছাড়াও বিশ্বকাপ জয়ী বঙ্গতনয়াকে দেওয়া হবে আর্থিক পুরস্কার। শোনা যাচ্ছে গর্বের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কোয়েল মল্লিকের (Koel Mallick) মতো প্রথম সারির টলিউডের তারকারা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২ নভেম্বর ২০২৫-এ তৈরি হয়েছে ইতিহাস। একের পর এক নজির গড়ে গোটা দেশের স্নেহ-ভালবাসা আর হৃদয় জয় করেছে বিশ্বজয়ী ভারতীয় নারী ব্রিগেড। এবার দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার গর্ব রিচা ঘোষ সিএবির তরফে পেতে চলেছে সোনার ব্যাট ও বল। যে চওড়া ব্যাটের ফলায় প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার, তাকেই প্রতীকী রূপে পুরস্কারের আঙ্গিকে তুলে ধরা হবে। ঝলমলে অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান, জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীরা (Jhulan Goswami)। সঙ্গে টলিপাড়ার হেভিওয়েট সেলিব্রেটিরা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতি রান পিছু এক লক্ষ টাকা করে মোট ৩৪ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে রিচাকে। প্রসেনজিৎ- কোয়েলের সঙ্গে অভিনেতা দেবকেও (Dev) আমন্ত্রণ জানানো হয়েছিল বটে কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গেছে। তবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
–
–
–
–
–
–
–
–