Sunday, November 9, 2025

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

Date:

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই তার সম্পর্ক বেশি। অন্তত ইউরোপের ভূমধ্যসাগরের তীরের সব দেশে তেমনটাই ধারণা সাধারণ মানুষের মধ্যে। পোশাকি নাম ইবেরিয়ান লিংক্স (Iberian lynx)।

গ্রীসের পুরাণ অনুযায়ী দেবতা হার্মেস (God Hermes) অনেক সময় এই লিংক্সের (Lynx) রূপে ধরা দিতেন। যেভাবে বাণিজ্য, খেলাধূলার দেবতা হিসাবে হার্মেস উপাস্য ছিলেন, সেভাবেই সাদা লিংক্সকে জ্ঞান ও বুদ্ধির প্রতীক হিসাবে তুলে ধরা হত। তাই সাদা লিংক্স-কে আদতে বাস্তবে অস্তিত্ব সম্পন্ন কোনও প্রাণী বলেই মনে করা হত না। বাস্তবে অস্তিত্ব না থাকার কারণেই সাদা লিংক্সের অস্তিত্ব ভৌতিক বা ঐশ্বরিক ছিল।

বাস্তবে কী আদৌ অস্তিত্ব রয়েছে সাদা লিংক্সের? সম্প্রতি যা প্রমাণ মিলেছে, তাতে এই উত্তর ‘হ্যাঁ’। শুধু মাত্র অস্তিত্ব রয়েছে এমন প্রমাণ মেলেনি, সেই প্রমাণ উঠে এসেছে জনসমক্ষে। ঘন জনবসতিশূন্য জঙ্গলে বাস করে সাদা লিংক্স। মানব সভ্যতা থেকে বহুদূরে। সুরক্ষিত।

সম্প্রতি স্পেনের (Spain) এক শখের ফটোগ্রাফার অ্যাঞ্জেল হিডালগো দক্ষিণ স্পেন (South Spain) এলাকায় ছবি তুলতে গিয়ে একটি সাদা ইবেরিয়ান লিংক্সের (Iberian Lynx) সামনে পড়ে যায় তাঁর ট্র্যাপ ক্যামেরা। ক্যামেরার ছবি দেখতে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। প্রাথমিকভাবে কথকথায় বিশ্বাস করে সাদা লিংক্সকে ভূত বিড়াল বলেই তিনি জানতেন। সেই বিশ্বাসেই কার্যত তাঁর ভূত দেখার সামিল অবস্থা। যদিও নিজেকে সামলে নিয়ে তিনি স্থির করেন বাস্তবে তাঁর ক্যামেরায় ধরা পড়া ভূত বিড়াল খুঁজতে যাবেন তিনি।

যেমন ভাবা তেমন কাজ। ক্যামেরা হাতে কয়েক মাস ধরে ইবেরিয়ান লিংক্স খুঁজতে থাকেন তিনি। এরপর এক বৃষ্টির রাতের শেষে সকালের সূর্য ওঠার পরে তিনি সামনা সামনি হন সেই ইবেরিয়ান লিংক্সের। নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি অ্যাঞ্জেল। এরপর ছবি ওঠে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়। সামনে আসে, ইবেরিয়ান লিংক্স কথকথায় ভূত বিড়াল হলেও পৃথিবীতে তার অস্তিত্ব রয়েছে। আর এই প্রথম ক্যামেরায় প্রথম তার ছবি ধরা পড়ল।

এই ছবি প্রকাশ্যে আসার পরে অবশ্য প্রকৃতি পর্যবেক্ষক ও বন্যপ্রাণ সংরক্ষকরা জানিয়েছেন, ইবেরিয়ান লিংক্স বা সাদা লিংক্সের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে। বিলুপ্ত বলে তাকে ঘোষণা করা হলেও এখনও কোথাও কোথাও দেখা যায় এই প্রজাতির বন বিড়াল। অন্য প্রজাতির লিংক্স বা বনবিড়ালের থেকে এই বিড়াল আলাদা। শ্বেতীর কারণে এদের রঙ সাদা এমনটা মানতে নারাজ প্রাণীবিদরা। আর সেই ধারণা থেকেই আবার একবার সাদা লিংক্সের ভৌতিক বা অতিভৌতিক হওয়ার তত্ত্ব খাঁড়া হয় ভূমধ্যসাগরীয় এলাকায়।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version