Wednesday, January 21, 2026

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

Date:

Share post:

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা না হওয়ার কারণেই ভারতে এখনও জাতি প্রথা রয়ে গিয়েছে, এমন দাবিতেও সরব আরএসএস (RSS) প্রধান। কার্যত হাজারো জাতিতে বিভক্ত ভারতে উন্নয়নের জন্য যে জনজাতি সমীক্ষার (caste census) দাবি বিরোধী জোটের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তোলা হয়েছে, সেই অনুন্নয়নের তত্ত্বকেই মান্যতা দিল আরএসএস।

চলতি বছরে আরএসএস-এর শতবর্ষ পূর্তি (100 years) অনুষ্ঠান চলছে বিভিন্ন শহরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারই মধ্যে বেঙ্গালুরুতে (Bengaluru) আয়োজিত নিউ হরাইজন্স (New Horizons) নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) দাবি করেন, দেশে সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার একমাত্র উপায় হল সুযোগের ক্ষেত্রে সম্পূর্ণ উৎকর্ষতা দেওয়া, ভালোবাসা, সম্মান। কিন্তু তা আজও পর্যন্ত হয়নি। পিছিয়ে পড়া জাতির মধ্যে থেকে অনেকেই আজ বলছেন তাঁদের আর সংরক্ষণের প্রয়োজনীয়তাই নেই।

সংরক্ষণের বিরোধিতা করে আরএসএস-এর সুর চড়ানোর বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এখানেই আরএসএস প্রধান ব্যাখ্যা করেন, জাতিভেদ দূর করে ফেলার জন্য কোনও আলাদা প্রচেষ্টারই দরকার নেই। শুধু প্রয়োজন একে মন থেকে মুছে ফেলা। কারণ জাতিভেদ (caste system) প্রথার অস্তিত্ব শুধুই আমাদের মনে রয়েছে। কার্যত যেভাবে গোবলয় ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে জাতপাতের নামে মানুষ খুন, অত্যাচার, ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে গত কয়েক বছরে, তা প্রমাণিত হয় কেন্দ্রের সরকারের রিপোর্টেই। এবার জাতপাতের বিরুদ্ধে সরব হয়ে কী বিজেপিকেই বার্তা দিতে চাইলেন মোহন ভাগবত, প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

এই ভেদাভেদের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট করে মোহন ভাগবত (Mohan Bhagwat) দাবি করেন, কে বলেছিল হিন্দুদের (Hindu) ভাগ করতে? তারা কেন প্রতিরোধ করেননি? রাজনীতিকরা আমাদের ভাগ করেছে। কেন আমরা বলতে পারি না একটি জাতি হিসাবে আমরা এক? মোহন ভাগবতের প্রশ্নে কার্যত কাঠগড়ায় বিজেপির ভেদাভেদের রাজনীতি। যেভাবে বাংলাসহ যে সব রাজ্যে জাতপাতের চূড়ান্ত বিভৎস রূপ দেখা যায় না, সেখানে যেভাবে বিজেপির স্থানীয় নেতারা ধর্ম ও জাতপাতে রাজনীতি করতে চাইছেন, মোহন ভাগবতের বার্তা সেই সব স্থানীয় রাজনীতিকদেরই উদ্দেশ্যে।

spot_img

Related articles

বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ – কোনও প্রচেষ্টাই ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী...

হিরণের দ্বিতীয় বিয়ে: বাবার নাম মুছে মা-কেই ‘আসল হিরো’র তকমা দিলেন কন্যা নিয়াসা

গত সপ্তাহের মঙ্গলবার দুপুর থেকে টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chattopadhyay) দ্বিতীয় বিয়ের ছবি ঘিরে...

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...