Thursday, November 13, 2025

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

Date:

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখে গোয়েন্দা সংস্থাগুলির হাতে তথ্য পৌঁছেছে, এক চিকিৎসক বিস্ফোরণের (Delhi blast) গাড়িতে উপস্থিত ছিলেন। এই চিকিৎসক আর কেউ নয়, ডাক্তার ওমর মহম্মদ, যার খোঁজে তল্লাশি চালাচ্ছিল জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police)। সোমবার ফরিদাবাদ (Faridabad) থেকে যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল দুই চিকিৎসকের কাছ থেকে, ওমর মহম্মদ ছিল তাদেরই এক সহযোগী। তবে কি বিস্ফোরক ধরা পড়ে যাওয়াতেই দ্রুত নতুন প্ল্যান করে আত্মঘাতী বিস্ফোরণের (suicide attack) ঘটনা? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

হরিয়ানার নম্বর প্লেট ব্যবহার করা আই-টোয়েন্টি (i-20) গাড়িটির অন্তত পাঁচবার হাত বদল হয়েছিল, এমনটাই সামনে এসেছে বিস্ফোরণের ১২ ঘণ্টার মধ্যে। ইতিমধ্যেই গাড়ির মালিক মহম্মদ সলমনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সলমন নিজের গাড়িটি রাজেন্দ্র নামে একজনকে দেয়। রাজেন্দ্রর থেকে গাড়ি আসে আমিরের হাতে। সে গাড়ি তুলে দেয় দক্ষিণ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা তারিকের হাতে। তারিকের হাত থেকেই গাড়ি পৌঁছয় ডাক্তার ওমরের মহম্মদের (Dr Omar Mohammed) হাতে। গোয়েন্দাদের উদ্ধার করা সিসিটিভিতে স্পষ্ট ভাবে ডাক্তার ওমরকেই সোমবার সন্ধ্যায় গাড়িটি চালাতে দেখা যায়।

সোমবারে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু (death) হয়েছে। আহত (injured) অন্তত ২৯ জন। সকলের এলএনজি হাসপাতালে চিকিৎসা চলছে। সোমবার রাতেই গ্রেফতার হয় গাড়ির মালিক মহম্মদ সলমন। তার সূত্র ধরে আরও তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে আটক ডাক্তার ওমর মহম্মদের মা ও দুই ভাই। গোয়েন্দা বিভাগ, ফরিদাবাদ পুলিশ এবং কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশি অভিযান (search operation) চালানো হচ্ছে ধুজ গ্রাম, ফতেপুর তাগা ও আল-ফালাহ কলেজ এলাকায়।

আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত লাল কেল্লা পর্যটক এবং দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। সূত্রের খবর, দিল্লি পুলিশের কোতোয়ালি স্টেশন ASI-এর দিল্লি সার্কেলকে লেখা চিঠির পর এই বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই চিঠিতে লেখা হয়, ঘটনাস্থল এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে, তদন্ত শেষ হয়নি। তাই অনুরোধ করা হচ্ছে যে ১১/১১/২০২৫ থেকে ১৩/১১/২০২৫ পর্যন্ত তিন দিনের জন্য লাল কেল্লা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হোক।

আরও পড়ুন: সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

লালকেল্লার পাশাপাশি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনও। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্য এই স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি সব স্টেশনে পরিষেবা স্বাভাবিক। মঙ্গলবার লালকেল্লা এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্ফোরণে লালকেল্লা মেট্রো স্টেশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় বেশ কিছু দোকানও।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version