বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। রাজ্যের ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ’ এবং কলকাতার ‘আর্মি পাবলিক স্কুল’-কে এই পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banarjee) এক্স হ্যান্ডেলে লেখেন,“বাংলা ও তার নগর ব্যবস্থাপনার জন্য গর্বের মুহূর্ত! পশ্চিমবঙ্গের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (sector v) ‘ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ২০২৪’-এ সেরা নগর স্থানীয় সংস্থা বিভাগে স্থান পেয়েছে। জলশক্তি মন্ত্রকের এই সম্মান আমাদের দীর্ঘ মেয়াদী জল ব্যবস্থাপনা ও শহুরে স্থিতিশীলতার প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।”
সেরা পুরসভার বিভাগে উত্তরপ্রদেশের আগ্রা নগরনিগমের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। অন্যদিকে, জল সংরক্ষণে দেশসেরা স্কুলের মধ্যে কলকাতার ‘আর্মি পাবলিক স্কুল’ যুগ্মভাবে প্রথম স্থান পেয়েছে ছত্তিশগড়ের ‘কৃষ্ণ পাবলিক স্কুল’-এর সঙ্গে।
A proud moment for West Bengal and its urban management!!
Our Nabadiganta Industrial Township Authority (NDITA- Sector V) , West Bengal, has secured a top rank in the Best Urban Local Body category at the 6th National Water Awards, 2024, conferred by the Ministry of Jal Shakti… pic.twitter.com/KjBjq6UvR8
— Mamata Banerjee (@MamataOfficial) November 12, 2025
এই বছরের তালিকায় সেরা তিন রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। ৬৭টি জেলা, ৬টি পুরনিগম এবং একটি পুরসভাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। প্রথম বিভাগের শীর্ষ জেলা পাবে দু’কোটি টাকা করে, দ্বিতীয় বিভাগের শীর্ষ জেলা পাবে এক কোটি টাকা, আর তৃতীয় বিভাগের শীর্ষ জেলা পাবে ২৫ লক্ষ টাকা।
ভবিষ্যতের জলসঙ্কট রুখতে কেন্দ্র ইতিমধ্যেই শহরাঞ্চলভিত্তিক ‘জল সংরক্ষণ মিশন’-এ জোর দিয়েছে। পুরসভাগুলিকে অন্তত দুই হাজার জল সংরক্ষণ পরিকাঠামো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগকে উৎসাহিত করতেই কেন্দ্রীয় সরকার রাজ্য, জেলা, পুরনিগম ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার ঘোষণা করেছে।
–
–
–
–
