Wednesday, November 12, 2025

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয় (Mamata Banerjee to get honourary dlit from Yokohama National University, Japan)। আজ (১২ নভেম্বর ২০২৫) ধনধান্য স্টেডিয়ামে মমতাকে সম্মানিত করবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta), সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি’লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যোগ হলো বিদেশী বিশ্ববিদ্যালয়ের নাম।

২০১৮-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি’লিট পান মুখ্যমন্ত্রী। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁকে সেই সম্মান দেন। ২০২৩-এ সাম্মানিক ডি’লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)মুখ্যমন্ত্রীকে সম্মানিত করেন। ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ -র (KIIT) তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়।তৃণমূলের মতে, বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন মডেল ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি। নারী ক্ষমতায়ন, সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের নীতিই মমতা বন্দ্যোপাধ্যায় কে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।দীর্ঘ ১৫০ বছরের শিক্ষাদানের ঐতিহ্য রয়েছে ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির। সেই বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি লিট প্রদান নিঃসন্দেহে রাজ্যের মুকুটে গর্বের পালক।

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version