Wednesday, November 12, 2025

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

Date:

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণে যার স্বাক্ষর বা নাম পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন (আরপি আইন)–এর ৩২ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে। এই ধারায় সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

মঙ্গলবার জারি হওয়া কমিশনের নির্দেশে বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে দেখা হবে। বুথ লেভেল এজেন্ট (বিএলএ)–দের দায়িত্ব, সংশ্লিষ্ট পার্টের খসড়া ভোটার তালিকার নাম যাচাই করে দেখা—কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, তা সঠিকভাবে নির্ধারণ করা।

নিয়ম অনুযায়ী, প্রতিটি পার্টের জন্য একজন বিএলএ নিয়োগ করা যায়। সাধারণত তাঁকে সেই পার্টের ভোটার হতে হয়, তবে একই বিধানসভা কেন্দ্রের অন্য পার্টের ভোটারকেও প্রয়োজনে বিএলএ করা যেতে পারে। কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) নির্দেশ দিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় চলা এসআইআর প্রক্রিয়ায় আরপি আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, ‘ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ’-এর তরফে অভিযোগ জানানো হয়েছে যে দক্ষিণ কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে কিছু বিএলএ ও বিএলও–দের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে মৃত ভোটারের পরিবারের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার জন্য। সোমবার তারকেশ্বরে এক বিজেপি বিএলএ–এর উপর এই ইস্যুতে হামলার অভিযোগও উঠেছে।

কমিশনের নির্দেশে বিএলওদের বলা হয়েছে, কোনও মৃত ভোটারের নামে যদি ফর্ম জমা পড়ে, তা অবশ্যই ‘নন–রিকমেন্ডেড’ হিসেবে বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। তবুও যদি মৃত ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকায় থেকে যায়, তবে সংশ্লিষ্ট বিএলও, ইআরও (ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং যিনি ফর্মটি পূরণ করেছেন—তিন পক্ষের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য সিইও দফতরের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত রাজ্যে মোট ৬ কোটি ৮৭ লক্ষ এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে প্রায় ৫ লক্ষ ৭১ হাজার ফর্ম। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট বার্তা—ভোটার তালিকা সংশোধনের কাজকে কেন্দ্র করে কোনও অনিয়ম বা জালিয়াতি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন – আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version