Thursday, November 13, 2025

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কোনও শার্প নেল না মেলায় গোয়েন্দাদের অনুমান, সর্বোচ্চ ক্ষতির জন্য ওই বিস্ফোরক প্রস্তুত ছিল না। স্থানান্তরিত করতে গিয়ে তাড়াহুড়োর বসেই এই ঘটনাটি ঘটেছে। দু-তিন দিনের মধ্যে অফিসিয়াল রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ধৃতদের জেরা করে জানা গেছে আগামী ২৬ জানুয়ারী দিনটিকে টার্গেট করা হয়েছিল দিল্লি হামলার জন্য। তাই হয়তো সোমবারের (১০ নভেম্বর) ঘটনায় পর্যাপ্ত বিস্ফোরক মজুদ ছিল না বলেই মনে করছেন তদন্তকারীরা। সে ক্ষেত্রে অবশ্য প্রতিঘাত আরো ব্যাপক হতে পারত। তবে রাজধানীর বুকে এই বিস্ফোরণের ঘটনায় প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা। ইতিমধ্যেই ধৃত বেড়ে ১৫। ডাক্তার তাজাম্মুল মালিক নামে শ্রীনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় স্পষ্ট হয়েছে মৌলবী যোগও (ইরফান আহমেদ ওয়াঘা)। এই মাস্টার মৌলবী ইরফানই ডাক্তারদের মগজ ধোলাই করত। তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই জইশ-এর ‘ডাক্তার মডিউলের’ সদস্য বলে জানা যাচ্ছে। এদের মধ্যে কিছু জনকে জম্মু-কাশ্মীর, কিছু জনকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সন্দেহভাজনদের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

সোমবার সন্ধ্যা ৬:৫০ মিনিট নাগাদ রাজধানীর রাজপথে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা চত্বর। ছিন্ন ভিন্ন হয়ে যায় একাধিক প্রাণ। আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণের ভয়ংকর মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফরেনসিক টিম জোড়া কার্তুজ উদ্ধার করেছে বলে খবর। ঘটনা তদন্তে দশ সদস্যের এনআইএ-এর টিম গঠিত হয়েছে। রয়েছেন একজন আইজি, দুজন ডিআইজি, তিন জন এসপি লেভেলের অফিসার।

তদন্তকারীদের সন্দেহভাজনের তালিকায় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার এক মৌলবীও রয়েছে বলেও জানা যাচ্ছে। তিনিই ডাক্তারদের ব্রেনওয়াশ করতেন।শ্রীনগরের একটি সরকারি মেডিকেল কলেজে প্যারা মেডিক্যাল স্টাফ হিসাবেও কর্মরত ছিলেন। নিয়মিত যোগাযোগ ছিল মোজাম্মিল, উমরের সঙ্গেও। জঙ্গি গোষ্ঠী জইশের সঙ্গেও তার যোগাযোগ স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই।প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান ফরিদাবাদে ভাড়া বাড়িতে মজুত প্রায় ৩০০০ কিলোগ্রাম বিস্ফোরক পুলিশ বাজেয়াপ্ত করতে-ই পরিকল্পনা বদল করার ভাবনা চিন্তা করেন উমর ও তার সঙ্গীরা। ২৬ জানুয়ারিকে টার্গেট করে দ্রুত বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে গিয়েই এই ঘটনা বলে অনুমান। জানা গেছে ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আল ফলাহ বিশ্ববিদ্যালয় চত্বরেই ঘাতক গাড়িটি পার্ক করা ছিল। ডাক্তার মুজাম্মিলের পাশেই ডাক্তার উমরের গাড়িটি রাখা ছিল। সিসিটিভি ফুটেছে অভিযুক্ত তিনজনকেই গাড়িতে দেখা গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version