বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। অনুরাগীদের উদ্বেগের কথা মাথায় রেখে হাসপাতাল থেকে ছুটি মিলতেই সাংবাদিকদের মুখোমুখি হন বলিউডের সুপারস্টার। কেন এই অবস্থা, জানালেন অভিনেতা নিজেই।
মঙ্গলবার বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে (Dharmendra ) হাসপাতাল থেকে দেখে ফেরার পরই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা।বলিউড মাধ্যম সূত্রে খবর, মারাত্মক মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়েছিলেন অভিনেতা। কোন রকমে ঝুঁকি না নিয়ে মধ্যরাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেতেই বলিউডের ‘চিচি’ বলেন, ‘আমি ভালো আছি। খুব বেশিই কাজ করে ফেলেছি এই ক’দিন। তাই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার মনে হয়, জিমে গিয়ে ঘাম ঝরানোর থেকে যোগব্যায়াম, প্রাণায়ম করা ঢের ভালো। অতিরিক্ত ব্যায়াম করা ভালো নয়। আমি অবশ্য শরীরী গড়ন ঠিক করার জন্যেই জিমে এত শরীরচর্চা করতাম। কিন্তু যা দেখলাম, এর থেকে যোগব্যায়াম করা ভালো।’ তবে ঠিক কী হয়েছিল তা খোলসা করে না বলা হলেও, গোবিন্দার টিমের তরফে জানানো হয়েছে যে, অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা গেছে শারীরিক কোনও সমস্যা নেই। আপাতত তিনি স্থিতিশীল। চিন্তার বিশেষ কোনও কারণও নেই। আগামী কয়েক দিন বাড়িতে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
–
–
–
–
–
–
–
–
