Thursday, November 13, 2025

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

Date:

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল। বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দিয়ে জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University) কর্তৃপক্ষ। এদিন মুখ্যমন্ত্রীর হাতে সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো এবং জাপানি প্রতিনিধিদল। ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক ও প্রশাসনিক কর্তারা।

দেশীয় ও আন্তর্জাতিক স্তরে আগেও সম্মানিত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০১৮-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে D’Litt পান মুখ্যমন্ত্রী। ২০২৩-এ সাম্মানিক ডি’লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’-র তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়। আরও এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি এবার তাঁর ঝুলিতে। এশিয়ার প্রথম মহিলা হিসেবে জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University) তাঁকে সাম্মানিক ডি-লিট উপাধিতে ভূষিত করল। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্র মহিলা ও শিশুদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাঁদের সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। তাঁর এই মানবিক নেতৃত্বের জন্যই ওকায়ামা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এশিয়ার কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট দিচ্ছে।”  সম্মান গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, “জাপান(Japan) খুবই সুন্দর দেশ। ওখানকার মানুষের শৃঙ্খলা, স্বাস্থ্য সচেতনতা ও কর্মসংস্কৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।” তিনি জাপানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সৌজন্যকে সম্মান জানানো আমার কর্তব্য ছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” 

মমতা জানান, গত ফেব্রুয়ারিতে ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা BGBS সম্মেলনে অংশ নিতে কলকাতায় এসেছিলেন। পরে তাঁকে জাপানে আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী না যেতে পারলে, তাঁরা বাংলায় এসে সম্মান প্রদান করবেন বলে জানান। আরও খবরআগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version