আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর রাজ্যের স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তামাক-নিকোটিনযুক্ত গুটখা বা পানমশলার (Pan Masala) উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ থাকবে রাজ্যে। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবছর জনস্বাস্থ্য রক্ষার্থে এই বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের ফুড সেফটি (Food Safety) কমিশনার। স্বাস্থ্য দফতরের তরফে কী কী জানানো হয়েছে,
⦁ তামাক-নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর
⦁ মুখগহ্বর, গলা ও ফুসফুসের ক্যানসার-সহ নানা গুরুতর অসুস্থতার অন্যতম প্রধান কারণ এগুলি
⦁ এই ধরনের পণ্য রাজ্যে নিষিদ্ধ
⦁ নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে
আরও খবর: বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোই প্রধান লক্ষ্য।
–
–
–
–
–
–
