Thursday, November 13, 2025

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

Date:

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর মেজাজ। বৃহস্পতিতে সিনে প্রাঙ্গণে ছড়িয়ে পড়বে উৎসব বিদায়ের বিষাদ। তাই বুধের সকাল থেকে ক্যাটালগ মিলিয়ে সিনেমা দেখার শুরু। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) এদিনের অন্যতম আকর্ষণ ছিল থিম কান্ট্রি পোল্যান্ডের সিনেমা ইও (EO)। রবার্ট ব্রেস-র কিংবদন্তি চলচ্চিত্র Au Hasard Bulthazar-কে শ্রদ্ধার্ঘ জানিয়ে জের্জি স্কলিমোসকির সিনেমা EO এক নীরব প্রাণীকে সামনে রেখে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা অস্তিত্বের শূন্যতাকে বড় পর্দায় তুলে ধরেছেন। সিনেমা শুরু হয় এক সার্কাসে যেখানে ছোট্ট গাধা ‘ইও’ তার নির্দেশকের নির্দেশনা মতো দর্শকদের আনন্দ দেয়। কিন্তু একটা সময় সার্কাস বন্ধ হয়। EO বিচ্ছিন্ন হয়ে যায় প্রিয় মানববন্ধন থেকে। এরপর শুরু তার দীর্ঘ যন্ত্রণার যাত্রা। সিনেমায় সংলাপ প্রায় নেই কিন্তু চিত্রকাব্যের সিম্ফনি তৈরি করলেন পরিচালক। সকাল ১১ টায় রবীন্দ্রসদন (Rabindra Sadan) প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ৮৮ মিনিটের এই সিনেমা যা অদ্ভুত এক ভালো লাগা এনে দিয়েছে দর্শকের চোখে মুখে।

এবছরের চলচ্চিত্র উৎসবের থিম ‘Beyond the Borders’। এই প্রেক্ষাপটে আজ বিকেল সাড়ে চারটে নন্দন ১-এ প্রদর্শিত হতে চলেছে অভিবাসন সমস্যা নিয়ে তৈরি লেবাননের ছবি ‘টেলস অফ দ্য উন্ডেড ল্যান্ড’। সন্ধ্যা সাড়ে ছটায় রবীন্দ্র সদনে সুমন মৈত্র (Suman Maitra) পরিচালিত ঋত্বিক ঘটককে শ্রদ্ধা জানিয়ে তৈরি হওয়া ছবি A 2 দেখার সুযোগ থাকছে। এই ছবিতে মিলবে ‘মেঘে ঢাকা তারা’র একাধিক ঝলক। পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান নিয়ে বুধের সান্ধ্য লগ্নে একতারা মুক্ত মঞ্চে জমবে ‘গানে গানে সিনেমা’র আড্ডা। অংশগ্রহণে জোজো, অঙ্কন, গার্গী। সঞ্চালক বিশ্বনাথ বসু (Biswanath Basu)।

মঙ্গলে যাঁরা মিস করে গেছেন বুধের সন্ধ্যায় তাঁদের জন্য রাধা স্টুডিওতে (Radha Studio) চন্দ্রাশিস রায় (Chandrasish Ray)পরিচালিত ‘পড়শি’ দেখার সুযোগ থাকছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version