Saturday, November 15, 2025

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

Date:

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও। বিহার নির্বাচনের (Bihar Assembly Election) ফল প্রকাশের আগে তাই সতর্ক নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার বিহার নির্বাচনের ফল (election result) ঘোষণা। রাজ্যজুড়ে ১৬ নভেম্বর পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি (Model Code of Conduct) লাগু থাকার ঘোষণা করল কমিশন। ফলে ১৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হলেও হবে না কোনও বিজয় মিছিল (victory march)।

চলতি নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছেন বিহারের মহিলারা। সব রেকর্ড ভেঙে ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে সামগ্রিক ভোট পড়েছে (poll percentage) ৬৭.১৩ শতাংশ। তার মধ্যে মহিলা ভোটারের (female voter) সংখ্যা ছাপিয়ে গিয়েছে পুরুষ ভোটারদের (male voter), যা বাস্তবে দুই দফার ভোটে প্রতিটি নির্বাচন কেন্দ্রেই দেখা গিয়েছিল। পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ, সেখানে মহিলা ভোটারদের ভোটের হার ৭১.৭৮ শতাংশ।

১১ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই (exit poll) এগিয়ে রাখা হয়েছে এনডিএ (NDA) জোটকে। যদিও মহিলা ভোটারদের ভোটদানের হার দেখে উৎসাহিত হচ্ছে বিরোধী জোট। তাঁদের দাবি, সব সমীক্ষা উল্টে যাবে ফলাফল প্রকাশের সময়। শুক্রবার বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা, তখনই স্পষ্ট হয়ে যাবে বিহারের জনগণের রায়।

আরও পড়ুন: দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

তবে তার আগে সতর্ক নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে ১৬ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। নির্বাচন কেন্দ্রগুলির আশেপাশে লাগু থাকবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। করা যাবে না কোনও বিজয় মিছিল, স্পষ্ট জানায় পাটনা জেলা প্রশাসন। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের মিছিল ধর্না বা অন্যান্য কর্মসূচিও আয়োজন করা যাবে না, ঘোষণা করা হয়।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version