Saturday, November 15, 2025

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

Date:

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী রূপ নেয়। প্রতিবছর জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেন। এই মৃত্যুহার কমাতে যৌথ উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে। দেশজুড়ে চালুর আগে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় শুরু হচ্ছে এই প্রকল্প। বাংলায় ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লককে।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সোনারপুরের ৬বি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। প্রায় দেড় হাজার প্রবীণ নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। টিকা নেওয়া প্রত্যেক প্রবীণকেই বিমার আওতায় আনা হবে। ভ্যাকসিনের পর কোনও শারীরিক অসুবিধা বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে, বিমার সুবিধার মাধ্যমে তার খরচ বহন করা হবে। এজন্য বিশেষ চিকিৎসক ও নার্সের দল নিযুক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, টিকাকরণের আগে এলাকায় প্রচার চালানো হবে। মানুষকে ভ্যাকসিনের গুরুত্ব বোঝাতে ও বিভ্রান্তি দূর করতে সচেতনতামূলক প্রচার চলবে।

স্বাস্থ্য সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি প্রবীণ নাগরিককে দুটি ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী দুই বছর তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হবে, যাতে ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া মূল্যায়ন করা যায়। দেশের বিভিন্ন রাজ্যের রিপোর্ট বিশ্লেষণ করে স্বাস্থ্য মন্ত্রক পরবর্তী পদক্ষেপ ও সর্বভারতীয় পর্যায়ে প্রকল্প চালুর সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version