Friday, November 14, 2025

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ ‘শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স’ ও আনন্দপুর সলিল চৌধুরী বার্থ সেন্টেনারি সোসাইটির উদ্যোগে প্রকাশিত হল বিশেষ ‘স্বর্ণমুদ্রা’। কিংবদন্তি শিল্পীর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি কল্যাণ সেন বরাট, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আচার্য, যুগ্ম সম্পাদক ও সলিল কন্যা অন্তরা চৌধুরী।

সলিল চৌধুরীর রাজনীতি, কবিতা, গানের সুর, কথা, মানুষকে এক সূত্রে বেঁধে ফেলার জন্যে যথেষ্ট। তাঁর গান অনেক ছোট ছোট গল্পের ঠাসবুনটে তৈরি এক বিশাল সমাবেশ বলাই যায়। তাঁর সঙ্গীতজীবন যেন এক বিরাট রঙিন কার্পেট, যা অজস্র সুরের সুতোর সূক্ষ্ম নকশা। এদিনের জমজমাট অনুষ্ঠানে সলিল চৌধুরীর দুই কন্যার অনবদ্য সঙ্গীত পরিবেশনে সুর মেলালেন শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট। বাবার নামে মেট্রো স্টেশনের নামকরণ না করা নিয়ে আক্ষেপ করে অন্তরা জানান, ” আজ পর্যন্ত একটা মেট্রো স্টেশনও গড়ে উঠল না বাবার নামে।৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শনিবার রবীন্দ্র সদনে দেখানো হল তাঁর লেখা এবং সুরে তৈরি হিন্দি ছবি ‘দো বিঘা জমিন’-এর রেস্টোর্ড ভার্সন। এমন একটা গল্প পুরো পৃথিবীকে একটা নতুন দিক দেখিয়েছে। তবু এখন একটা ছবি হলেও তো দেখানো হচ্ছে। এটাও তো অনেক সময় হয়নি।”

বাবাকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “বাবার এই যে সেন্টেনারি একটা স্টার্ট। এবার একে একে বাবার অনেক কাজ দেখবে মানুষ ৷ এই মেলোডি আর হবে না। অলরেডি একশোটা নোটেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এটা ধারাবাহিকভাবে পাওয়া যাবে। সবাই যেন ঠিক নোটেশনে গাইতে পারে বাবার গান চলছে। অনেকদিন ধরেই ভাবছি, এখানে একটা আর্কাইভ করা দরকার । শিকাগো ইউনিভার্সিটির সঙ্গে জোট বেঁধে আমরা ডিজিটাল আর্কাইভ করেছি।”

সবমিলিয়ে আজকের এই স্বর্ণমুদ্রা প্রকাশের অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে আপ্লুত শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। জানিয়ে দিলেন, ”সলিল চৌধুরী একটা আবেগ। সেই আবেগকে সম্মান জানিয়েই এই মুদ্রা প্রকাশ। সাথে থাকছে তাঁর সই করা বাঁশি যা ত্রিপুরার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করতে হবে পরবর্তী প্রজন্মের মধ্যে এই মানুষটির শিল্পীসত্তার বীজ বপন করার জন্য।”

আরও পড়ুন- আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...
Exit mobile version