উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এক তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীননাথ কুমার (২৩)। বাড়ি বিহারে। বারাসাত মেডিকেল কলেজে হস্টেলে থেকে পড়াশোনা করেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার হাসপাতালে এক নাবালিকার অ্যাপেন্ডিক্স অপারেশনের আগে প্রাথমিক চিকিৎসা চলাকালীন ওই ছাত্র চিকিৎসক রোগীর শ্লীলতাহানি করেন।
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে রাতেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দীননাথকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। অনেক রোগীর পরিজন ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।
আরও পড়ুন – আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা
_
_
_
_
_
_
_
