রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায় এক কারখানায়, মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পাশের আরেকটিতে। দমকল সূত্রে খবর, দু’টি কারখানার ভিতরেই বিপুল পরিমাণ দাহ্যবস্তু মজুত ছিল, ফলে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। রাতভর আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালান দমকলকর্মীরা। তবে রাত ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব হয়নি। দমকলের এক আধিকারিক জানান, “কারখানার ভেতরে ফোম, রাসায়নিক ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে প্রচুর সময় লাগছে।”
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সময় কারখানাগুলিতে কয়েকজন কর্মী ছিলেন, তাঁরা সময়মতো বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
প্রাথমিকভাবে ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেখা হচ্ছে, ওই কারখানাগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না।
ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের তাপে চারপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর দমকলের তৎপরতায় আগুন যাতে আশেপাশের বাড়িঘরে না ছড়ায়, সে দিকেই নজর রাখা হয়।
আরও পড়ুন – সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি
_
_
_
_
_
