বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক স্কুটারে কৈখালির দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে, কৈখালি থেকে এয়ারপোর্টমুখী লেনে চাকা স্কিড করে উল্টে যায় ইলেকট্রিক স্কুটারটি। তিনজনই ছিটকে পড়েন স্কুটার থেকে। দুর্ভাগ্যবশত সন্তানকে বাঁচাতে পারলেও, ট্রাকের চাকার নীচে পিষে গেলেন মহিলা যাত্রী।
ঘটনার সময় পাশ থেকে দ্রুতগতিতে ১০ চাকার ট্রাক আসছিল। বিপদ বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়েই সন্তানকে উদ্ধার করেন পূজা। কোলের সন্তানকে ফুটপাথের দিকে ছুড়ে দিলেও নিজেকে আর রক্ষা করতে পারেননি। ট্রাকটি ব্রেক কষলেও, গতি অনেকটাই বেশি থাকায় সঠিক সময়ে দাঁড়াতে পারেনি। এর ফলে মহিলার মাথা পিষে যায় ট্রাকের চাকার নীচে। ঘটনার পরেই স্থানীয়রা কোনওমতে ওই মহিলা ও তাঁর স্বামী-সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরজি কর হাসপাতালে (RG Kar Medical college and hospital) নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী ও সন্তানের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে দুর্ঘটনার পরই বাগুইআটি থানার পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ।
–
–
–
–
–
–
–
–
