রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ নজর এড়িয়ে গেল দিল্লি পুলিশের (Delhi Police)। তবে বাংলায় নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য প্রস্তুত রাজ্য পুলিশ (West Bengal Police)। সেই লক্ষ্যে জেলা পুলিশের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DGP Rajeev Kumar)।
মূলত রাজ্য সরকারের পক্ষে বিভিন্ন পর্যটন কেন্দ্র (tourist spots) ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিজির (DGP) বৈঠকে। এদিন দুপুরে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে রাজ্যের সমস্ত জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং শীর্ষ পদস্থ কর্তাদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করেন ডিজি রাজীব কুমার। সেখানে দীঘার (Digha) জগন্নাথ মন্দির (Jagannath Temple) সহ রাজ্যের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং (Darjeeling), কালিম্পং, সুন্দরবন, মন্দারমণি, গঙ্গাসাগরের মত জয়গাগুলিতে নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নজরদারি আরও শক্তিশালী করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হবে।
আরও পড়ুন: ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর
শুধু পর্যটন কেন্দ্র নয়, জনবহুল এলাকা যেমন স্টেডিয়াম, খেলার মাঠ, প্রেক্ষাগৃহ, বাজার এলাকাতেও বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় বাড়ানো হচ্ছে পেট্রোলিং (patrolling)। সীমান্তবর্তী জেলা (bordering districts) ও থানাগুলিকে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। কোনও সন্দেহজনক তথ্য বা নড়াচড়া চোখে পড়লেই তা যেন দ্রুত সদর দফতরে পাঠানো হয় — সেই বার্তাও দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
