Saturday, November 15, 2025

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

Date:

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে ইনিউমারেশন ফর্ম (enumeration form) পাননি। পরবর্তী কী করণীয়, বহু ক্ষেত্রেই জানেন না গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার মানুষ। সেভাবেই এবার এক সন্তানের চিন্তায় আত্মঘাতী হলেন এক বাবা। শিলিগুড়ির (Siliguri) আমবাড়ি এলাকায় এসআইআর আতঙ্কেই (SIR fear) আত্মহত্যার অভিযোগ বৃদ্ধের পরিবারের।

শিলিগুড়ির ‌রাজগঞ্জ (Rajganj) ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির বাসিন্দা ভুবন চন্দ্র রায়ের নাম ভোটার তালিকায় রয়েছে। তাঁর পরিবারের স্ত্রী ও পুত্রের নামও রয়েছে তালিকায়। তাঁর মেয়ে শিবানী রায়ও এই বাড়ির ভোটার (voter)। কিন্তু তাঁর নামে কোনও ইনিউমারেশন ফর্ম (enumeration form) আসেনি। সেই দুশ্চিন্তাতেই আত্মঘাতী হন বৃদ্ধ, এমনটাই পরিবারের অভিযোগ।

তিনদিন আগে বাড়িতে স্থানীয় বিএলও ইনিউমারেশন ফর্ম দিয়ে যান। কিন্তু শিবানীর নামে কোনও ফর্ম আসেনি। শিবানীর বিয়ে হয়েছে অন্য ব্লকে। কিন্তু তিনি এই বাড়িতে এসেই ভোট দিতেন। তা সত্ত্বেও তাঁর নামে ফর্ম না আসায় অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধ ভুবন, জানায় পরিবার। বৃহস্পতিবার রাত থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় (Khageswar Roy)। পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দেন, ভোটার তালিকা থেকে শিবানী রায়ের নাম যাতে বাদ না যায়, তার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version