পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে খবর, ইসলামপুরের (Islampur) রামকৃষ্ণপল্লির বাসিন্দা টিঙ্কু ওরফে তাপস নন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী শুক্রবার সকালে ছেলের গলায় ওড়না জড়ানো দেহ দেখতে পান। সেই সময় তাঁর স্ত্রী ছিলেন না বলে অভিযোগ। টিঙ্কুকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নন্দী পরিবারের অভিযোগ, স্ত্রী সুতপাই তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছেন। টিঙ্কুর মায়ের অভিযোগ, “রাতে ছেলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওকে ঘুমিয়ে থাকতে দেখেছি। তারপর প্রতিদিনের মতো ভাইয়ের বাড়িতে যাই। ফিরে এসে ওই সাড়ে আটটা নাগাদ দেখি ছেলে গলা ওড়না জড়ানো অবস্থা জানলা থেকে ঝুলছে।”
পরিবার সূত্রে খবর, কাকার মেয়েকে স্কুল থেকে রোজ ১০টা নাগাদ আনতে যান সুতপা। কিন্তু এদিন ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। মৃতের বাবা স্বপন নন্দী বলেন, “বউমার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক ছিল। ছেলের মোবাইল থেকে ওই ছেলেকে টাকা পাঠাত। আজ সকালে সাড়ে পাঁচটা নাগাদও বউমাকে ঘরে দেখিছি।”
বছর খানেক আগে সুতপার সঙ্গে বিয়ে হয় টিঙ্কুর। অভিযোগ, কিছু দিন আগে এক যুবকের সঙ্গে সুতপার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে অশান্তি ছিল দম্পতির মধ্যে। আরও অভিযোগ, মাঝে মধ্যেই স্বামীকে মারধর করতেন সুতপা। প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হত।
অভিযোগ পেয়ে মৃতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
–
–
–
–
–
