Sunday, November 16, 2025

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

Date:

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক বিশেষ উদ্যোগের অনুষ্ঠান। ২৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা বিশিষ্ট আইনজীবী অয়ন চক্রবর্তীর এবং বাংলা সিটিজেন ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় কৃতী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। পাশাপাশি উদ্বোধন করা হয় বাংলা সিটিজেন ফোরামের ‘এডুকেশন হেলথ কার্ড’।

কুণাল ঘোষের আমন্ত্রণে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ পার্থ ভৌমিক, স্মিতা বক্সী, স্বপন সমাদ্দার, অরূপ চক্রবর্তী, রাজু নস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন টাকী বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা ড. স্বাগতা মল্লিক বসাক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলা সিটিজেন ফোরামের ‘এডুকেশন হেলথ কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কার্ডটির উদ্বোধন করেন এবং কৃতী ছাত্রীদের হাতে কার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বিশেষ কার্ডের মাধ্যমে কৃতী ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই, খাতাসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

সন্ধ্যার সাংস্কৃতিক পরিবেশনে মন মাতালেন রাজ্যের দুই মন্ত্রী—ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। মন্ত্রী ইন্দ্রনীলের অনুরোধে গান শোনান কুণালও। ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু, যিনি হাস্যকৌতুক ও সঙ্গীত দিয়ে অনুষ্ঠানকে আরও জমিয়ে তোলেন। একেবারে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী জলসার আবহে সাজানো হয়েছিল সাংস্কৃতিক মঞ্চ, যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনুষ্ঠানে বলেন, কুণাল ঘোষ কেবল সাংবাদিক বা শিল্পীই নন—তিনি সমাজসেবার ক্ষেত্রেও বরাবরই নিষ্ঠাবান। তাঁর আমন্ত্রণে এসে উপস্থিত হয়ে ভালো লাগছে। মন্ত্রী শশী পাঁজা বলেন, বিজয়ার আনন্দঘন পরিবেশে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কুণালদা ও অন্যান্য শিল্পীদের সঙ্গীত পরিবেশন শুনতেই তিনি এসেছেন। পাশাপাশি তিনি সকলকে SIR ফর্ম পূরণের আহ্বান জানান।সারা সন্ধ্যা জুড়ে ২৮ নম্বর ওয়ার্ড সাক্ষী থাকল একটি প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং সাংস্কৃতিক বন্ধনে ভরপুর অনুষ্ঠানের। বিজয়া সম্মিলনী উপলক্ষে এলাকার মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version