Monday, November 17, 2025

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

Date:

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। তাঁর স্পষ্ট দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লিগের (Awami League) অস্তিত্ব মুছে ফেলতে এই রায় শোনানো হয়েছে। এই মামলায় তাঁর পক্ষে কোনও বক্তব্যই শোনা হয়নি দাবি করে আইসিটি-কেই (ICT) পক্ষপাতদুষ্ট অভিযোগ করেন হাসিনা। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত, হেগে যাওয়ার চ্যালেঞ্জ জানান হাসিনা।

সোমবার বাংলাদেশের আইসিটি মৃত্যুদণ্ডের (death penalty) সাজা ঘোষণা করার পরে যে বিবৃতি প্রকাশ করেন শেখ হাসিনা, তাতে কার্যত স্পষ্ট এই রায়ের অপেক্ষা তিনি করেছিলেন। এমন রায় হবে সেটাও তাঁর কাছে প্রত্যাশিত ছিল। রায়ের তিনি স্পষ্ট বিবৃতিতে দাবি করেন, জুলাই অগাস্ট আন্দোলনের সময় তাঁর প্রশাসন সর্বোতভাবে চেষ্টা চালিয়ে গিয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা রাখার। জীবনহানি যত সম্ভব কম করা সম্ভব হয়, তার প্রচেষ্টা চালানো হয়েছিল। তাঁর প্রশাসনের কোনও গণহত্যার (massacre) নির্দেশ দেয়নি।

তা সত্ত্বেও আইসিটি (ICT) রায়ের সময়ে কোনও তথ্য পেশ করতে পারেনি, যাতে প্রমাণিত হয় তিনিই গুলি (firing) চালানোর নির্দেশ দিয়েছিলেন। তথ্য হিসাবে যে অডিও ক্লিপ (audio clip) ও বক্তব্যের অংশ তুলে ধরা হয়েছে তা খণ্ডিত ও সেই পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত এমন প্রমাণ দেওয়া হয়নি। মামলায় রাষ্ট্রসঙ্ঘের যে তদন্তের কথা তুলে ধরা হয়েছে, সেখানে বক্তব্য পেশ করা সরকারি কর্মীরা চাপের মুখে নিজেদের বয়ান দিয়েছিলেন। ফলে তা স্পষ্টতই আওয়ামী লিগের বিরোধী।

সেই সঙ্গে হাসিনা দাবি করেন, আন্দোলন চলাকালীন বাইরের শক্তির দ্বারা যেভাবে প্রভাব খাটানো হয়েছিল, তা নিয়ে কোনও তদন্ত হয়নি। উস্কানি সংক্রান্ত বিষয়গুলি এখনও তদন্তের বাইরেই রয়ে গিয়েছে। এই সব যুক্তি তুলে ধরেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে (ICT) পক্ষপাতদুষ্ট (biased) দাবি করেন তিনি। তাঁর দাবি, এই আদালত থেকে পূর্ববর্তী প্রশাসনের প্রতি নরম মনোভাব পোষণকারী বা তাঁদের সমর্থক সব বিচারপতিদের সরিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র আওয়ামী লিগের সদস্যদেরই বিচার হয়। ধর্মের কারণে অত্যাচারিত বা সংখ্যালঘু উৎপীড়িত, জনজাতি, সাংবাদিক – কারো বিচার এই আদালতে হয় না।

আরও পড়ুন : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

আদালতের রায়ের পরে ফের একবার হেগে (Hague) আন্তর্জাতিক অপরাধ আদালতে (International Criminal Court) মহম্মদ ইউনূসকে (Mohammed Yunus) চ্যালেঞ্জ জানানোর বার্তা শেখ হাসিনার। যেখানে দেশের কোটি কোটি মানুষ নানাধরনের উৎপীড়নের শিকার, তার বিচার আইসিটি-তে করেন না ইউনূস। উপরন্তু সেই আদালত থেকে যে রায় দেওয়া হয়েছে, তা পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মৃত্যুদণ্ডের মতো নক্কারজনক ঘোষণা করে তাঁরা প্রমাণ করেছেন নিজেদের নির্লজ্জ ও খুনে চরমমনোভাবের অভিসন্ধি যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজেদের মধ্যে পোষণ করে এসেছে পূর্ববর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে। সেই সঙ্গে আওয়ামী লিগকে একটি রাজনৈতিক দল হিসাবে মুছে ফেলতে।

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...
Exit mobile version