Monday, November 17, 2025

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

Date:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাকে উপড়ে ফেলা যাবে না। সাজা ঘোষণার আগে জোরালো দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। সেই সঙ্গে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে (secularism) তুলে দিয়ে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ায় অন্তর্বর্তী সরকারের (Interim Government) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে (Mohammed Yunus) দায়ী করলেন শেখ হাসিনা।

সোমবার সাজা ঘোষণার আগে উত্তপ্ত হওয়ার ইঙ্গিত ঢাকা (Dhaka) ও পার্শ্ববর্তী এলাকায়। মোতায়েন হয়েছে প্রচুর সেনা। সরকারি ও বেসরকারি দফতরগুলিকে ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়ায় কাজ করার অলিখিত অনুরোধ জানানো হয়েছে। উল্টোদিকে আওয়ামী লিগ (Awami League) সমর্থকরা অঘোষিত লকডাউনের (lockdown) ডাক দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সব সমর্থকদের ঢাকায় জমায়েতের ডাকও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সমান দৃঢ় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে চলা অরাজকতা নিয়ে তিনি উদ্বিগ্ন। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি দাবি করেন, স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনকে অগণতান্ত্রিক শক্তিগুলি বিপথে চালিত করেছিল গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য।

সেই সঙ্গে আবেগপ্রবণ হাসিনার দাবি, নিজের মাতৃভূমি ছেড়ে আসা অত্যন্ত বেদনার। তবে বর্তমান সরকারের হাতে বাংলাদেশের (Bangladesh) বহুমতের (pluralism) সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ধ্বংসের ডাক দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে কালিমালিপ্ত করা হয়েছে।

এই সবের সঙ্গে বাংলাদেশে মৌলবাদী শক্তিগুলির বাড়বাড়ন্ত নিয়ে সরব শেখ হাসিনা। তিনি দাবি করেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ছিল। কিন্তু বর্তমানে যেভাবে মৌলবাদী (radical) ও চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠনের (terrorist organisation) সঙ্গে বর্তমান বাংলাদেশ প্রশাসন একসঙ্গে কাজ করছে তা উদ্বেগজনক। কয়েক দশক ধরে আমাদের সরকার ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে বহন করেছিল সফলভাবে। প্রতিহত করা হয়েছিল বিদেশি ও অন্তর্দেশীয় মৌলবাদী সংগঠনগুলিকে। ইউনূস এই মৌলবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্তে মুখ্য ভূমিকা নিচ্ছেন।

আরও পড়ুন : শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

সোমবারের আদালতের রায়ে ফাঁসির সাজা হতে পারে প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রীর। তবে সে বিষয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তিনি জানান, বাংলাদেশে আওয়ামী লীগ অনেক তৃণমূল স্তর থেকে উঠে এসেছে। কোনও সুবিধাবাদীর পকেট থেকে নয়। তাকে সরানো সহজ নয়। ওরা রায় ঘোষণা করুক। আমার কিছু যায় আসে না। ঈশ্বর আমায় জীবন দিয়েছেন, নেবেনও তিনিই। কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করেই যাব। আমার বিশ্বাস আমি সবকিছুর উত্তর দিতে পারব।

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...
Exit mobile version