হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে। সকাল ১০টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বর দুটি হল ৯০০৭০৭৯৮৬৬ এবং ৯৪৭৭৪৬৪৬৭০।
এদিন হেল্পলাইন নম্বর প্রকাশ করে হাওড়া জেলাশাসক পি দিপাপ প্রিয়া জানিয়েছেন, জেলার সমস্ত এসআইআর সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তারপরও যদি কেউ এখনও পর্যন্ত এনুমারেশন ফর্ম পাননি বা ফর্ম পূরণে কোনও সমস্যার সম্মুখীন হন, তারা এই হেল্পলাইনে যোগাযোগ করে প্রশাসনের সহায়তা নিতে পারবেন। জেলার প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ভোটাররা সময়মতো ফর্ম পূরণ করতে পারবেন এবং ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকবে।
আরও পড়ুন – স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক
_
_
_
_
_
_
_
_
