Monday, November 17, 2025

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

Date:

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরোধীদের তরফে ওঠা অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে জানান, যে দুটি উদাহরণ সামনে এসেছে, সেগুলিতেও কমিশন যথাযথ যাচাই-বাছাই করছে।

ব্রাত্য বসুর কথায়, এক প্রার্থীর জন্ম ১৯৯৭ সালে। ফলে তাঁর অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্যঙ্গ করে বলেন, ‘‘হয়তো তিনি কোনও কিন্ডারগার্টেন স্কুলের অভিজ্ঞতার শংসাপত্র দিয়েছেন! কমিশন সবটাই যাচাই করবে।’’ তিনি আরও জানান, যাচাইয়ের পর যদি দেখা যায় প্রার্থীরা নিয়ম মেনে নথি জমা দেননি, তবে তাঁদের বাদ দেওয়া হবে।

অন্য এক প্রার্থীকে নিয়ে ওঠা অভিযোগের জবাবে ব্রাত্য বলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছিল যে প্রতিবন্ধী প্রার্থীদের ডাকা যাবে। সেই নির্দেশ মেনেই সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রীর দাবি, এ ধরনের উদাহরণও মাত্র একটি।

তিনি জানান, পুরো বিষয়টি কমিশনের আইনজীবীরা খতিয়ে দেখছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীদের তরফে মামলার হুমকি প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘‘মামলা যে কেউ করতেই পারেন। এ নিয়ে আমার বলার কিছু নেই।’’

নিয়োগ প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনে বাড়ানো হতে পারে শূন্যপদ, সোমবার এমনই ইঙ্গিত দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ তৈরি নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে, এই নিয়ে আইনি ভাবে কোনও কোন কথা আমি বলব। বলতে পারিও না। মূলত যোগ্যদের জন্যই কথা হচ্ছে। মন্ত্রিসভায় নিশ্চয়ই বিবেচনা করে দেখা হবে।’

সবশেষে তিনি পরিষ্কার করে দেন, একজন দাগি প্রার্থীকেও ইন্টারভিউয়ে ডাকা হয়নি— বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন – কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

_

 

_

 

_

 

_

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version