Tuesday, January 20, 2026

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

Date:

Share post:

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যের একজনও প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আমরা আমাদের দলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। রাজপথে নেমে আন্দোলন হবে। বুধবার বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে এসআইআর-চক্রান্তের প্রতিবাদে আয়োজিত মহামিছিলে যোগ দিয়ে একথা বলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বুধবার ঘুসুড়ি সরকারি কোয়ার্টারের সামনে থেকে শুরু হয়ে বেলুড় মঠেের কাছে এসে শেষ হয় মিছিল। মিছিলে পা মেলান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যুবনেতা কৈলাস মিশ্র, বালি কেন্দ্র তৃণমূল সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বালি কেন্দ্র যুব তৃণমূল সভাপতি সুরজিৎ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ, তফজিল আহমেদ-সহ অন্যরা। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ২০০২-এ এসআইআর এত তাড়াহুড়ো করে করা হয়নি। এবার যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেই এটা করা হচ্ছে। বাংলার মানুষকে হয়রান করতে এটা বিজেপির পরিকল্পনা। বাংলার মানুষের ন্যায্য বকেয়া পাওনা আটকে রেখেছে, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। অথচ এসআইআরের নামে বাংলার মানুষকে হয়রান করে চলেছে। এর যোগ্য জবাব বাংলার মানুষ ওদের দিয়ে দেবে।

মিছিলের শেষে মন্ত্রী বলেন, নোটবন্দি থেকে শুরু এসআইআর পর্যন্ত বারে-বারে দেশবাসীকে ধোঁকা দিচ্ছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহেরা। মানুষকে ভুল বোঝাচ্ছেন, বিভ্রান্ত করছেন। আমরা স্পষ্ট বলছি, রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরাও চুপ করে থাকবো না। আমাদের প্রতিবাদ আন্দোলন হবে দিল্লির রাজপথে।

আরও পড়ুন- পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SIR: নাগরিকত্বের পরীক্ষা দিলেন শামিও, শুনানিতে হাজিরা দিয়ে কী বার্তা দিলেন?

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি(Mohammed Shami)। মঙ্গলবার বিক্রমগড়ের কাটজুনগর বিদ্যাপীঠে শুনানিতে আসেন জাতীয় দলের ক্রিকেটার। "SIR শুনানিকে...

পুলিশের পদের ফায়দা! কেবিনে মহিলাদের সঙ্গে অশ্লীলতায় শাস্তি কর্ণাটকের ডিজির

পুলিশের ডিজির পদে থেকে মহিলাদের সঙ্গে অশ্লীলতা। পুলিশের সরকারি কেবিন ব্যবহার করে একের পর এক অশালীন কাজ। সেই...

অক্ষয়- টুইঙ্কলের গাড়ির সঙ্গে অটোর ধাক্কা, উদ্বেগ অনুরাগীদের

বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। সোমবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন...

প্রাক্তনের সঙ্গে খুনসুটিতেই হিট সিনেমা! টলিউডি ট্রেন্ড ‘দেশু’ লাইভ-এ!

দুই মন অনেক আগেই দুপথে পাড়ি দিয়েছে, বেছে নিয়েছে আলাদা আলাদা সঙ্গী। তবু তাঁদের একসঙ্গে আসা মানেই অনুরাগীদের...