Friday, November 21, 2025

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

Date:

পশ্চিমবঙ্গ সরকারের ‘শিশুশ্রী’ মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম রেনবো (FM Rainbow) ও এফএম গোল্ড (FM Gold) নির্মিত অডিও ডকুমেন্টারি ‘ঝরা শৈশব’। ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু অধিকার দিবসের দিনে মালদহর দুর্গাকিঙ্কর সদনে আয়োজিত এক অনুষ্ঠানে আকাশবাণী (Akashbani) এফএম বাংলা বিভাগের হয়ে পুরস্কার গ্রহণ করলেন অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা।

শিশুর মৌলিক অধিকার হল সুস্থ ও সবল জীবন। তবে, চিন্তার বিষয় হল বদলে যাওয়া সমাজে শিশুদের নানা কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal) ‘শিশু অধিকার ও সুরক্ষা আয়োগ’ দফতর শিশুর অধিকার রক্ষার বিষয়টি নিয়ে গণমাধ্যমকে প্রতিবেদন তুলে ধরার আহ্বান জানিয়েছিল। রেডিওতে (Radio) সেরা প্রতিবেদন হিসেবে সেই সম্মানপ্রাপ্তি হল আকাশবাণী এফএম বাংলা বিভাগের। তাদের ‘ঝরা শৈশব’ শীর্ষক অডিও ডকুমেন্টারি মূলত শিশুর উপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের বাস্তবচিত্রকেই তুলে ধরেছে। সমাজের সর্বস্তরেই নির্যাতনের শিকার হতে হয় শিশুদের। অনেক ক্ষেত্রেই যা সংবাদের শিরোনামে উঠে আসে না। এমনকী পরিবারের অন্যান্যরাও বিষয়গুলি সামনে আনতে চান না। প্রতিটি সূক্ষ্ম বিষয় এবং এর থেকে মুক্তির উপায় খুঁজে এনেছে ‘ঝরা শৈশব’।

আকাশবাণী কলকাতার ডেপুটি ডিরেক্টর জেনারেল (ইঞ্জিনিয়ারিং) এবং হেড অফ অফিস শুচিস্মিতা রায় জানালেন, “এই সম্মান আবার একবার প্রমাণ করে যে আকাশবাণী চিরকাল অর্থপূর্ণ কাজ করার প্রচেষ্টাই করে। রেডিওর গুরুত্ব আরো একবার তুলে ধরেছে এই ডকুমেন্টারি’।”

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) এবং হেড অফ প্রোগ্রাম, মিতালী দত্ত বলছিলেন, “সাহস ও সহানুভূতির প্রতিফলন পাওয়া যায় এই কাজে। একটি প্রতিবেদন যে বদল আনতে পারে তার অন্যতম নিদর্শন ‘ঝরা শৈশব’।”

অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা বলেন, “আকাশবাণী কলকাতার কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি কৃতজ্ঞ। এই ধরনের গুরুত্বপূর্ণ সাহসী কাজে পাশে থাকার জন্য আমি ধন্যবাদ জানাই।”

সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তথ্যসমৃদ্ধ, অনুপ্রেরণামূলক এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আকাশবাণী কলকাতার ভূমিকাকে স্বীকৃতি দেয় এই সম্মান।

আরও পড়ুন- বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

_

 

_

 

_

 

_

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...
Exit mobile version