বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana )। সংগীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা। স্মৃতির বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজিত স্মৃতির (Smriti Mandhana )সতীর্থরা।
বিশ্বকাপের পর আবার একত্রিত ভারতীয় দলের সদস্যরা। তবে কোনও ক্রিকেট ম্যাচের জন্য নয়, স্মৃতির বিয়ে উপলক্ষ্যে। স্মৃতিকে নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন তাঁর সতীর্থরা।অন্যদিকে, হবু কনে স্মৃতিকে নিয়ে রিল বানিয়েছেন জেমাইমা রডরিগেজরা। সেখানে সতীর্থদের স্মৃতি বলছেন, ‘সুট সিলওয়ালে’।বিয়ের সমস্ত অনুষ্ঠান মহারাষ্ট্রের সাংলিতে হবে। যেখানে স্মৃতি বড় হয়েছে। ইতিমধ্যেই বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছে। স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কুর্তা-পাজামায় সেজে হবু বর পলাশ ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। তাঁকে ঘিরে ঢোল বাজানো, আত্মীয়দের ভিড়, ফুলের সাজ-সবমিলিয়ে ‘বিবাহ উৎসবে’ মেতেছে ইন্দোর। বিয়ের প্রস্তুতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চারিদিকে আলোয় সেজে উঠেছে। আলোর পাশাপাশি রাস্তা ফুলের মালা দিয়েও সাজানো হয়েছে।
অন্যদিকে পলাশ ইন্দোরের বাসিন্দা। দুই জায়গাতেই হোটেলে প্রচুর অতিথি সমাগম হয়েছে। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে বর এবং কনে দু’জনের বাড়িই সাজিয়ে তোলা হচ্ছে।
–
–
–
–
