বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপে বার্ষিক ১২ হাজার টাকা ভাতা নির্ধারিত। আবেদন করার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর।
স্কলারশিপের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে আবেদনকারীকে। পূর্ববর্তী শ্রেণিতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীকে হতে হবে দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী, অস্থি-সংক্রান্ত প্রতিবন্ধী অথবা মানসিক প্রতিবন্ধী। প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা হতে হবে ৪০ শতাংশ এবং থাকতে হবে বৈধ শংসাপত্র।
পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে হলেই আবেদন করা যাবে। নির্ধারিত মানদণ্ড পূরণ হলে ব্যক্তিগত তথ্যসহ আবেদন ফর্ম জমা দিতে হবে। নথিপত্র এবং যোগ্যতা যাচাইয়ের পর নির্বাচিত পড়ুয়ারা পাবেন বার্ষিক ১২ হাজার টাকার আর্থিক সহায়তা।রাজ্যের শিক্ষা বিভাগ জানিয়েছে, যেন কোনও যোগ্য পড়ুয়া সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই অনলাইন আবেদনপদ্ধতি সহজ ও স্বচ্ছ রাখা হয়েছে।
আরও পড়ুন- বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের
_
_
_
_
_
_
_
