Friday, November 21, 2025

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

Date:

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির আশঙ্কাকে জাগিয়ে দিলেন রাজগঞ্জ বিডিও (BDO, Rajganj)। দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে (murder) ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে। এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি বিধাননগর গোয়েন্দা বিভাগের (Bidhannagar Police)। যদিও এখনও নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছেন বিডিও প্রশান্ত।

বিধাননগর পুলিশের হাতে দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রথম গ্রেফতার হয় বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তুফান থাপা। গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যাচ্ছে রাজু ঢালির মোবাইল থেকে একটি ভিডিও (video)পাওয়া গিয়েছে, যেখানে প্রমাণ রয়েছে বিডিও প্রশান্ত বর্মন (Prashant Barman) নিজেই মারধর করেছিলেন মৃত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সব ভিডিও রাজু ঢালিকে মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন বিডিও। কিন্তু একটি ভিডিও তিনি নিজের স্বার্থে মোবাইলে রেখে দিয়েছিলেন।

চাঞ্চল্যকর এই ভিডিওতে দেখা যায় বিডিও প্রশান্ত বর্মন কালো গেঞ্জিও, হাফ প্যান্ট পরে মারধর করছেন স্বপন কামিল্যাকে। পা দিয়ে তার বুকে মারধর করেন। দীর্ঘ সময় মারধর করার পর ক্লান্ত হয়ে গেলে তিনি অন্যদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে। এমনকি ভিডিও ওই ফুটেছে (footage) এমনটাও দাবি করেন যে, স্বর্ণ ব্যবসায়ীর (gold trader) মৃত্যু হলে বিষয়টি তিনি সামলে নেবেন।

আরও পড়ুন : স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

এই চাঞ্চল্যকর ভিডিও হাতে পাওয়ার পর রাজগঞ্জ ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে বিধাননগর গোয়েন্দা বিভাগ, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এরই মধ্যে বিডিও প্রশান্ত বর্মনের জামিনের আবেদনে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা আদালত (Barasat District Court) সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত বর্মন। এই মামলার শুনানি ২৬ নভেম্বর হওয়ার সম্ভাবনা।

Related articles

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of...

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...
Exit mobile version