শুক্রবার ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। আইএসএল(ISL) সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। আইএসএল (ISL) আয়োজনে এবার হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আইএসএলের পরিস্থিতি সম্পর্কে অবগত কেন্দ্রীয় মন্ত্রণালয়। আইএসএল হবে, কিন্তু ২ সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্র।আইএসএল আয়োজন নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার, শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাI(Solicitor General Tushar Mehta)।
জয়মাল্য বাগচী এবং পিএস নরসীমার ডিভিশন বেঞ্চে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলারদের স্বার্থই প্রধান, তাঁরা যেন কোনওভাবে ক্ষতির মুখে না পড়েন। সেটা স্পনসরের অভাব বা ক্লাবের মালিকানার অসহযোগিতা, যাই হোক না কেন।আইএসএল কীভাবে হবে, কারা স্পনসর হবেন, অর্থনৈতিক ভাবে দায়িত্ব কারা নেবে সেটা কেন্দ্রের ওপর ছেড়ে দেওয়া হবে।আইএসএল যাতে হয় তার জন্য কেন্দ্র হস্তক্ষেপ করবে, যাতে ফুটবলারদের ক্ষতির মুখে না পড়তে হয়।
শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি ভিত্তিতে আইএসএল নিয়ে আলোচনায় বসতে হবে। বিচারপতি নাগেশ্বর রাও কিছু পরিকল্পনা দিয়েছিলেন যা ভারতীয় ফুটবলের জন্য সুবিধাজনক।
তুষার মেহতা জানিয়েছেন “আইএসএল নিশ্চয় হবে ৷ তবে কীভাবে হবে, কারা স্পনসর জোগাবে, অর্থই বা কোথা থেকে আসবে, বিষয়গুলো সরকারই দেখবে । লগ্নিকারীর অভাব হোক বা ক্লাব মালিকানার সমস্যা ৷ কোনও কারণেই তাঁদের যেন ক্ষতি না হয়, সেটা সরকার নিশ্চিত করবে৷”
ভারতীয় ফুটবলের অচলাবস্থা চলছে কয়েক মাস ধরেই। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।
–
–
–
–
