কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal scam) অভিযোগ ঘিরে এবার একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agency) সিবিআই ও ইডি-র। দুই রাজ্যের ৪০ জায়গায় তদন্ত চালানো হয় শুক্রবার সকাল থেকে। ঝাড়খণ্ডের (Jharkhand) একাধিক জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।
বাংলার বিভিন্ন জায়গায় ২৪টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে কলকাতার সল্টলেকের নরেন্দ্র খার্কভ নামে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সঙ্গে হাওড়ার (Howrah) ডোমজুড়ে ব্যবসায়ী পারভেজ আলমের বাড়িতে তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)। পাশাপাশি তল্লাশি চালানো হয় দুর্গাপুরের (Durgapur) একাধিক জায়গায়। তল্লাশি হয় ব্যবসায়ী সুশান্ত গোস্বামীর বাড়িতে। আসানসোলের (Asansol) যেসব এলাকায় তল্লাশি চালানো হয় তার মধ্যে রয়েছে বিসিসিএল-এর এক ঠিকাদার এল বি সিং-এর বাড়ি। তল্লাশি চালানো হয় ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতেও। এছাড়াও ইডি-র তল্লাশি চলে পুরুলিয়ার (Purulia) একাধিক জায়গায়।
আরও পড়ুন : গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র
প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের (Jharkhand) মোট ১৮ জায়গায় শুক্রবার তল্লাশি চালায় ইডি (ED)। ইডির রাঁচি (Ranchi) দফতরের আধিকারিকরা তল্লাশি চালান একাধিক ব্যবসায়ীর বাড়ি। যার মধ্যে রয়েছে অনিল গোয়াল, সঞ্জয় উদ্যোগ প্রভৃতি ব্যবসায়ী। ঝাড়খণ্ডের এইসব এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।
–
–
–
–
–
–
