Friday, November 21, 2025

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন বুথ লেভেল অফিসারকে (বিএলও) কারণ দর্শাতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরের মধ্যে কেন তাঁরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। কমিশন সূত্রের খবর, জবাব সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

কমিশনের নির্দেশ ছিল—সংগ্রহ করা এনুমারেশন ফর্মের অন্তত ৩০ শতাংশ ডিজিটাইজ করতে হবে। কিন্তু ওই সাত জন বিএলও ডিজিটাইজ করেছেন মাত্র ৪ থেকে ৮ শতাংশ ফর্ম। এক কমিশন আধিকারিকের মন্তব্য, “এই গতিতে কাজ করলে ৪ ডিসেম্বরের মধ্যে পুরো ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করা অসম্ভব।”

অভিযোগ উঠেছে, অনেক বিএলও ফর্ম সংগ্রহ করলেও ডিজিটাইজেশনে অনীহা দেখাচ্ছেন। কমিশনের এক আধিকারিক বলেন, “বিএলও অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা আছে, তা আমরা জানি। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতেই হবে।” রাজ্য জুড়ে ডিজিটাইজেশনের অগ্রগতি সম্পর্কে কমিশনের এক কর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৯৯.৭ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে। তার মধ্যে প্রায় ২৫.৫ শতাংশ বা প্রায় ১.৯ কোটি ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। বেলেঘাটার সাত বিএলও-র এই গাফিলতি তাই কমিশনের নজরে বিশেষভাবে এসেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...
Exit mobile version